পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

কাজ দেওয়ার নামে 150 কোটি প্রতারণা, হাইকোর্টের দ্বারস্থ প্রতারিতরা - providing works

কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় 150 কোটি টাকা তোলার অভিযোগ উঠল। এই ঘটনায় ওই অঞ্চলের শাসক দলের একাধিক নেতা জড়িত বলে উঠেছে অভিযোগ। হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রতারিতরা।

হাইকোর্ট

By

Published : Apr 2, 2019, 11:12 PM IST

কলকাতা, 2 এপ্রিল : দুই চব্বিশ পরগনার ভাঙড় ও মিনাখা অঞ্চল থেকে মানুষকে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় 150 কোটি টাকা তোলার অভিযোগ উঠল। এই ঘটনায় ওই অঞ্চলের শাসক দলের একাধিক নেতা জড়িত বলে অভিযোগ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রতারিতরা।

মামলাকারীদের তরফে আইনজীবী শামিম আহমেদ বলেন, "ভাঙড় ও মিনাখা অঞ্চলের বাসিন্দাদের বলা হয়েছে, তাঁদের সারাবছর কাজ দেওয়া হবে। তার জন্য তাঁদের মেম্বার হতে হবে। ৫০০ টাকা করে প্রতিদিন পারিশ্রমিক পাবেন তাঁরা। এক্ষেত্রে এজেন্ট হওয়ার জন্য 7,300 টাকা করে নেওয়া হয়েছে। যাঁরা মেম্বার হবেন তাঁদের কাছ থেকে ৩২০০ টাকা করে নেওয়া হয়েছে। 2018 সালের ঘটনা। প্রথমে সপ্তাহ দুয়েক কাজ দেওয়া হয়েছে। তারপর থেকে সব বন্ধ।"

আইনজীবী আরও বলেন, "মোট ৪০ কোটি টাকার হিসেব দিয়ে আমরা মামলা দায়ের করেছি। রেজাউল ইসলাম ও অন্যান্য প্রতারিতরা গত সপ্তাহে বিচারপতি দেবাংশু বসাকের সিঙ্গল বেঞ্চে মামলা দায়ের করে। হাজার হাজার মানুষের থেকে প্রায় 150 কোটি টাকা তোলা হয়েছে।"

আজ মামলাটি বিচারপতি দেবাংশু বসাকের সিংগল বেঞ্চে শুনানির জন্য ওঠে। বিচারপতি জানান যেহেতু বিষয়টি চিটফান্ড সংক্রান্ত তাই হাইকোর্টে চিটফান্ড সংক্রান্ত যে বিশেষ বেঞ্চ রয়েছে সেখানে মামলাটি পাঠানো হচ্ছে।

ABOUT THE AUTHOR

...view details