কলকাতা, 2 এপ্রিল : দুই চব্বিশ পরগনার ভাঙড় ও মিনাখা অঞ্চল থেকে মানুষকে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় 150 কোটি টাকা তোলার অভিযোগ উঠল। এই ঘটনায় ওই অঞ্চলের শাসক দলের একাধিক নেতা জড়িত বলে অভিযোগ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রতারিতরা।
মামলাকারীদের তরফে আইনজীবী শামিম আহমেদ বলেন, "ভাঙড় ও মিনাখা অঞ্চলের বাসিন্দাদের বলা হয়েছে, তাঁদের সারাবছর কাজ দেওয়া হবে। তার জন্য তাঁদের মেম্বার হতে হবে। ৫০০ টাকা করে প্রতিদিন পারিশ্রমিক পাবেন তাঁরা। এক্ষেত্রে এজেন্ট হওয়ার জন্য 7,300 টাকা করে নেওয়া হয়েছে। যাঁরা মেম্বার হবেন তাঁদের কাছ থেকে ৩২০০ টাকা করে নেওয়া হয়েছে। 2018 সালের ঘটনা। প্রথমে সপ্তাহ দুয়েক কাজ দেওয়া হয়েছে। তারপর থেকে সব বন্ধ।"