পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

সারদার কথা আর কত দিন ? তোলাবাজি করত অর্জুন : মদন - arjun sing

"নির্বাচনে যখন নেমেছি জিতব বলেই নেমেছি । আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন পিছনে আছেন তখন বিষয়টা অরও সহজ ।" গতকাল একথা বললেন মদন মিত্র ।

ফাইল ফোটো

By

Published : Apr 27, 2019, 11:30 AM IST

Updated : Apr 27, 2019, 12:42 PM IST

বিধাননগর, 27 এপ্রিল : "অর্জুন যদি দশটা ভোট পায় সেটা ওই হিন্দু হিন্দু করেই পাবে । প্রার্থী হিসেবে অর্জুনের কোনও ভোট নেই । ও হিন্দু তাস খেলছে ।" গতকাল ভাটপাড়ায় প্রচার শুরু করেই একথা বললেন মদন মিত্র । বৃহস্পতিবার সিউড়ির জনসভা থেকে ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনে তাঁর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । তারপরই গতকাল CGO কমপ্লেক্সে চিটফান্ড মামলায় রুটিন হাজিরা দিয়ে বেরোনোর পর প্রচার শুরু করেন তিনি । ভাটপাড়ায় এতদিন তৃণমূল বিধায়ক ছিলেন অর্জুন সিং । চলতি লোকসভা নির্বাচনে তিনি ব্যারাকপুরের BJP প্রার্থী । তাঁর ছেড়ে যাওয়া আসনেই হচ্ছে উপনির্বাচন ।

মদন বলেন, "জাল চিটফান্ড করে লাখ লাখ লোককে সর্বস্বান্ত করে দিয়েছে । আর অর্জুন সিং যে একটা মিথ তৈরি করেছিল, আমি একা অর্জুন সিং-এর সেই মিথ ভাঙতে পারি । এবং আজ মানুষের যা সাড়া দেখলাম, আমার দেখে মনে হচ্ছে কামারহাটিতেই নির্বাচন লড়ছি । অর্জুন অবধারিত হারবে লোকসভায় । ফলে আমি, দীনেশ দা দু'জনেই থাকব । দু'জনের পক্ষে লড়াইটা আরও সহজ হয়ে গেছে ।"

জয়ের সম্ভাবনা কতটা? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে মদন বলেন, "নির্বাচনে জিতব বলেই নেমেছি । আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন পিছনে আছেন তখন বিষয়টা অরও সহজ । আর লড়াইটা আমার সঙ্গে নয় লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে । যে যেখানে প্রার্থী হোক না কেন আদতে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ।" এছাড়াও, অর্জুনকে দুর্নীতিগ্রস্ত বলে তাঁর দাবি, "গত তিরিশ- চল্লিশ বছর ধরে ঘটনাচক্রে অর্জুন তৃণমূল কংগ্রেসে ছিল বা আমাদের সঙ্গে ছিল । কিন্তু ক্ষমতায় থাকার সুযোগ নিয়ে অত্যাচার করেছে । খুন, মারামারি করেছে । চটকলের শ্রমিকরা কেউ টাকা পায়নি, সরকার নির্ধারিত মাইনে পাচ্ছে না ওরা । সেটা বলতে গেলে মারধর করছে । তোলাবাজি তো রয়েছেই । সব মিলিয়ে এক চরম অবস্থা । চার মাস ধরে কেউ মিউনিসিপালিটির টাকা পায়নি, কেউ কন্যাশ্রীরও টাকা পায়নি ।

দেখুন CGO থেকে বেরিয়ে কী বললেন মদন

একসময় রাজ্যের ক্রীড়া ও পরিবহন মন্ত্রীর দায়িত্ব সামলেছেন । তারপর নাম জড়িয়েছে চিটফান্ড মামলায় । জেলেও ছিলেন বেশ কিছুদিন । মন্ত্রী থাকায় সেসময় প্রভাবশালী তকমার জন্য তাঁকে অনেকটাই বেগ পেতে হয়েছে । ফলে সেই তকমা দূর করতে ইস্তফা দেন মন্ত্রিত্ব থেকে । কিন্তু ফের ভাটপাড়া উপনির্বাচনের হাত ধকে কামব্যাক । সেক্ষেত্রে এবার সারদা-নারদ কতটা প্রভাব ফেলবে । এবিষয়ে তাঁর সাফ উত্তর, "মানুষ বেইমান নয় । সারদাই বা আর কতদিন । সীতা অগ্নিপরীক্ষা দিয়েছিল । শেষে সীতা বলেছিল পাতাল খোলো আমি পাতালে চলে যাচ্ছি । একটা মিথ্যা অভিযোগ নিয়ে প্রভাবশালী, প্রভাবশালী, প্রভাবশালী আর কতদিন চলবে । আজ পর্যন্ত টাকার কোনও খোঁজ হল না । অর্জুন সিং যাতে প্রভাবশালী তকমা কাজে লাগিয়ে এক্ষেত্রে হস্তক্ষেপ করতে না পারেন এখন সেটাই দেখার ।"

Last Updated : Apr 27, 2019, 12:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details