পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

রাহুল-মমতায় বারবার ঝুঁকে 'সাইকেল'-এর ভরাডুবি, প্রায় নিশ্চিহ্ন চন্দ্রবাবুর TDP !

ভোট গণনার প্রথম চারঘণ্টার মধ্যেই আভাস মিলছে মাত্র 25 টি আসনে এগিয়ে রয়েছে TDP । সেখানে YSR কংগ্রেস এগিয়ে 149 টি আসনে । অর্থাৎ ভোট গণনার প্রাথমিক গতিপ্রকৃতি ধরলে বিপুলভাবে অন্ধ্রের ক্ষমতা নিতে চলেছে YSR । স্বাভাবিকভাবে আজই অন্ধ্রের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে পারেন চন্দ্রবাবু নাইডু ।

চন্দ্রবাবু নাইডু

By

Published : May 23, 2019, 12:58 PM IST

অমরাবতী, 23 মে : তাঁকে কখনও দেখা গেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে । কখনও আবার রাহুল গান্ধির কাছে ছুটে গেছেন । কিন্তু এভাবে বারবার পট পরিবর্তন সম্ভবত বুমেরাং হতে চলেছে চন্দ্রবাবু নাইডুর কাছে ।

আজ লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনেরও ভোট গণনা । প্রাথমিকভাবে যা আভাস তাতে খুব সম্ভবত গদি হারাতে চলেছেন তেলুগু দেশম সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু । ভোট গণনার প্রথম চারঘণ্টার মধ্যেই আভাস মিলছে মাত্র 25টি আসনে এগিয়ে রয়েছে TDP । সেখানে YSR কংগ্রেস এগিয়ে 149টি আসনে । অর্থাৎ ভোট গণনার প্রাথমিক গতিপ্রকৃতি ধরলে বিপুলভাবে অন্ধ্রের ক্ষমতা নিতে চলেছে YSR । স্বাভাবিকভাবে আজই অন্ধ্রের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে পারেন চন্দ্রবাবু নাইডু ।

কিন্তু কেন চন্দ্রবাবুর দলের এই ভরাডুবি ? রাজনৈতিক সমালোচকদের মতে, বারবার অবস্থান পরিবর্তনের ইঙ্গিতই এর কারণ । যারা দিল্লির রাজনৈতিক বিষয় নিয়ে চর্চা করেন তাঁদের মতে চন্দ্রবাবু একটি 'বিশেষ' চরিত্র। কারণ যখন যে দল ক্ষমতায় আসতে পারে সেটা না কি আগে থেকেই আভাস পান চন্দ্রবাবুর মতো নেতারা ।

এবার লোকসভা ভোটের আগেই কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ইউনাইটেড ইন্ডিয়ার সভায় হাজির হতে দেখা গেছিল চন্দ্রবাবুকে । আবার কখনও রাহুল গান্ধির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি । মনে করা হচ্ছে রাহুল গান্ধি বা ইউনাইটেড ইন্ডিয়ার মঞ্চে চন্দ্রবাবুর অবস্থান তাঁর বিশ্বাসযোগ্যতাকে অনেকটা নড়িয়ে দিয়েছে । আর আজ ভোট গণনার প্রাথমিক ফলই তার প্রমাণ ।

ABOUT THE AUTHOR

...view details