অমরাবতী, 23 মে : তাঁকে কখনও দেখা গেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে । কখনও আবার রাহুল গান্ধির কাছে ছুটে গেছেন । কিন্তু এভাবে বারবার পট পরিবর্তন সম্ভবত বুমেরাং হতে চলেছে চন্দ্রবাবু নাইডুর কাছে ।
আজ লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনেরও ভোট গণনা । প্রাথমিকভাবে যা আভাস তাতে খুব সম্ভবত গদি হারাতে চলেছেন তেলুগু দেশম সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু । ভোট গণনার প্রথম চারঘণ্টার মধ্যেই আভাস মিলছে মাত্র 25টি আসনে এগিয়ে রয়েছে TDP । সেখানে YSR কংগ্রেস এগিয়ে 149টি আসনে । অর্থাৎ ভোট গণনার প্রাথমিক গতিপ্রকৃতি ধরলে বিপুলভাবে অন্ধ্রের ক্ষমতা নিতে চলেছে YSR । স্বাভাবিকভাবে আজই অন্ধ্রের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে পারেন চন্দ্রবাবু নাইডু ।