কোচবিহার, 5 এপ্রিল: প্রতি বুথে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দেওয়ার দাবিতে কোচবিহার জেলাজুড়ে বিক্ষোভ ভোটকর্মীদের। আজ বেলা বারোটা নাগাদ ভোটকর্মীদের এই বিক্ষোভের জেরে তাদের প্রশিক্ষণ বন্ধ হয়ে যায়। অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনে কোচবিহার জেলা রক্তাক্ত হয়ে উঠেছিল। ভোটকর্মীরা সেই সময় প্রাণ বাঁচাতে ভোটগ্রহণ কেন্দ্র ছেড়ে চলে আসে। কোচবিহার লোকসভা কেন্দ্রে এবার বুথের সংখ্যা 2000-এর উপর। কিন্তু এখনও পর্যন্ত মাত্র কয়েক কম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। তাই অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ দেখায় তারা।
আগামী 11 এপ্রিল কোচবিহারে লোকসভা আসনের নির্বাচন। কোচবিহার কেন্দ্রে 2010টি বুথ রয়েছে। ভোটের আর কয়েক দিন বাকি থাকলেও কোচবিহার জেলায় এখনও পর্যন্ত মাত্র তিন কম্পানি আধা সামরিক বাহিনী এসে পৌঁছেছে। ফলে ভোটকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনে কোচবিহারের বহু বুথে অশান্তি হয়। দুষ্কৃতীরা বুথকর্মী, প্রিজ়াইডিং অফিসারদের হুমকি দেয়। বোমাবাজি করে। ব্যালট বাক্স নিয়ে চম্পট দেয়। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেই জন্য আগে থেকেই এবার ভোটকর্মীরা কেন্দ্রীয় বাহিনীর দাবি তুলেছে। কিন্তু এখনও পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী না পৌঁছানোয় ভোটকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তবে আজ বেশ কয়েক কম্পানি কেন্দ্রীয় বাহিনীর জেলায় আসার কথা রয়েছে।