পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

কিশোরীকে পাচারের অভিযোগে গ্রেপ্তার পূজারি - priest

শীতলকুচির গোসাইরহাট হাই স্কুলের ক্লাস নাইনের এক ছাত্রী গত বৃহস্পতিবার সকালে টিউশন পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। সন্ধে হয়ে গেলেও সে বাড়ি ফিরছে না দেখে আত্মীয়-স্বজনরা খোঁজ খবর শুরু করে । পরদিন তারা জানতে পারে, শীতলকুচি মুদিখানা সংলগ্ন গোবিন্দ মন্দিরে আগের দিন তাদের মেয়েকে দেখা গেছিল। স্থানীয় কয়েকজন তাকে ওই দুই পূজারির সঙ্গে কথা বলতেও দেখেছিল

ছবিটি প্রতীকী

By

Published : May 20, 2019, 3:21 PM IST

Updated : May 20, 2019, 5:19 PM IST

কোচবিহার, ২০ মে : কিশোরীকে পাচারের অভিযোগে গ্রেপ্তার এক পূজারি । তার নাম বিণা বর্মণ । অধীর বর্মণ নামে অপর এক অভিযুক্ত পূজারি পলাতক । ঘটনাটি কোচবিহারের মাথাভাঙা মহকুমার শীতলকুচি ব্লকের মুদিখানা এলাকার । অভিযোগ, মন্দিরের দুই পূজারি ওই নাবালিকাকে পাচার করেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

স্থানীয় সূত্রে খবর, শীতলকুচির গোসাইরহাট হাই স্কুলের ক্লাস নাইনের এক ছাত্রী গত বৃহস্পতিবার সকালে টিউশন পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। সন্ধে হয়ে গেলেও সে বাড়ি ফিরছে না দেখে আত্মীয়-স্বজনরা খোঁজ খবর শুরু করে । পরদিন তারা জানতে পারে, শীতলকুচি মুদিখানা সংলগ্ন গোবিন্দ মন্দিরে আগের দিন তাদের মেয়েকে দেখা গেছিল। স্থানীয় কয়েকজন তাকে ওই দুই পূজারির সঙ্গে কথা বলতেও দেখেছিল । এই খবর পাওয়ার পরই কিশোরীর পরিবারের লোকজন মন্দিরে গিয়ে বিণা ও অধীর বর্মণের সঙ্গে কথা বলে । তাদের কথায় অসঙ্গতি ধরা পড়ে । তখন শীতলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই কিশোরীর পরিবার ।

অভিযোগের প্রেক্ষিতে বিণা বর্মণকে গ্রেপ্তার করেছে শীতলকুচি থানার পুলিশ । গতকালই অভিযুক্তকে মাথাভাঙা অতিরিক্ত মুখ্য নগর দায়রা বিচারক আদালতে তোলা হয় । তাকে পাঁচদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেওয়া হয় ।

Last Updated : May 20, 2019, 5:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details