হাবরা, ২৪ এপ্রিল : দুষ্কৃতীরা গুলি করে খুনের চেষ্টা করল এক ব্যক্তিকে। উত্তর 24 পরগনা জেলার হাবরা থানার অন্তর্গত মসলন্দপুরের ঘটনা । গতকাল সন্ধ্যেয় এলাকায় চায়ের দোকানে বসেছিলেন কেষ্ট দাস নামে এক ব্যক্তি। তখন তিন দুষ্কৃতী এসে কেষ্টকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর জখম কেষ্ট এখন আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
মসলন্দপুরে চায়ের দোকানে গুলি, জখম ব্যক্তি - shot
মসলন্দপুরে ভর সন্ধ্যায় চায়ের দোকানে গুলি চালাল দুষ্কৃতীরা। জখম হয়েছেন এক ব্যক্তি। এই ঘটনায় এলাকার কুখ্যাত তিন দুষ্কৃতী জড়িত বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত করছে।
অভিযোগ, কেষ্টকে লক্ষ্য করে গুলি চালায় এলাকার 3 কুখ্যাত দুষ্কৃতী মৃত্যুঞ্জয়, দেবু ও বিশ্বজিৎ। তারা চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। দুটি গুলি কেষ্টর বুকে লাগে। গুলি চালিয়ে দুষ্কৃতীরা ঘটনাস্থান থেকে পালিয়ে যায়। স্থানীয়রা কেষ্টকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । সেখান থেকে তাকে কলকাতার আর জি কর হাসপাতালে রেফার করা হয়।
গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থানে যান হাবড়া থানার পুলিশ এবং মসলন্দপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে। ঘটনার তদন্ত চলছে ।