মালদা, ২২ জুন : কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল গাজোলে । মাঠ থেকে গরু নিয়ে আসার সময় তাকে দু'জন যুবক মিলে ধর্ষণ করে বলে অভিযোগ । গতকাল সন্ধে নাগাদ ঘটনাটি ঘটে গাজোল ব্লকে । গতকাল গভীর রাতে এলাকার ওই দুই যুবকের বিরুদ্ধে গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কিশোরীর দিদি । অভিযুক্তদের নাম পঙ্কজ মণ্ডল ও বিবেক সরকার । অভিযুক্তরা এখনও গ্রেপ্তার হয়নি।
গতকাল স্কুল থেকে বাড়ি ফেরার পর সন্ধ্যা নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে মাঠ থেকে গোরু নিয়ে আসতে যায় কিশোরী । অভিযোগ, মাঠে বসেছিল পঙ্কজ ও বিবেক । তারা ওই কিশোরীর সঙ্গে কথা বলার চেষ্টা করে । সে কথা বলতে না চাইলে তাকে পাশে পাটক্ষেতে তুলে নিয়ে যায় । সেখানে ওই দুই যুবক কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ । অত্যাচারে অচৈতন্য হয়ে পড়ে ওই কিশোরী । দেড় ঘণ্টা পরেও বোন বাড়ি ফিরে না আসায় কিশোরীর দিদি ও দিদিমা তাকে খুঁজতে মাঠে যায় ।