পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

গাজোলে কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ - harrassed

গাজোলের একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত নিগৃহীতা কিশোরী । তার বাবা পেশায় কৃষক । বাড়িতে পোষা গরু-ছাগল রয়েছে । গতকাল স্কুল থেকে বাড়ি ফেরার পর সন্ধ্যা নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে একটি মাঠ থেকে গোরু নিয়ে আসতে যায় সে । অভিযোগ, ওই মাঠে বসেছিল পঙ্কজ ও বিবেক । তারা ওই কিশোরীর সঙ্গে কথা বলার চেষ্টা করে । সে কথা বলতে না চাইলে তাকে জোর করে একটি পাটক্ষেতে নিয়ে যায় । সেখানে ওই দুই যুবক ওই কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ ।

প্রতীকী ছবি

By

Published : Jun 22, 2019, 11:37 PM IST

মালদা, ২২ জুন : কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল গাজোলে । মাঠ থেকে গরু নিয়ে আসার সময় তাকে দু'জন যুবক মিলে ধর্ষণ করে বলে অভিযোগ । গতকাল সন্ধে নাগাদ ঘটনাটি ঘটে গাজোল ব্লকে । গতকাল গভীর রাতে এলাকার ওই দুই যুবকের বিরুদ্ধে গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কিশোরীর দিদি । অভিযুক্তদের নাম পঙ্কজ মণ্ডল ও বিবেক সরকার । অভিযুক্তরা এখনও গ্রেপ্তার হয়নি।

গতকাল স্কুল থেকে বাড়ি ফেরার পর সন্ধ্যা নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে মাঠ থেকে গোরু নিয়ে আসতে যায় কিশোরী । অভিযোগ, মাঠে বসেছিল পঙ্কজ ও বিবেক । তারা ওই কিশোরীর সঙ্গে কথা বলার চেষ্টা করে । সে কথা বলতে না চাইলে তাকে পাশে পাটক্ষেতে তুলে নিয়ে যায় । সেখানে ওই দুই যুবক কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ । অত্যাচারে অচৈতন্য হয়ে পড়ে ওই কিশোরী । দেড় ঘণ্টা পরেও বোন বাড়ি ফিরে না আসায় কিশোরীর দিদি ও দিদিমা তাকে খুঁজতে মাঠে যায় ।

ওই কিশোরীর দিদি পুলিশকে জানিয়েছেন, বোনকে খুঁজতে যাওয়ার সময় তাঁরা মাঠে পৌঁছে বিবেককে সেখানে দেখতে পান । তাকে বোনের কথা জিজ্ঞেস করতেই সে সেখান থেকে পালানোর চেষ্টা করে । এরপরেই তিনি বিবেকের জামার কলার ধরেন । তখনই পাটক্ষেত থেকে বেরিয়ে আসে পঙ্কজ । এরপর পাটক্ষেতে ঢুকে সেখানে বোনকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি । তখন বিবেক ও পঙ্কজ সেখান থেকে পালিয়ে যায় ।

গাজোল থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে একটি গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে । তবে অভিযুক্ত বিবেক সরকার ও পঙ্কজ মণ্ডল এলাকা ছেড়ে পালিয়েছে । তাদের খোঁজ চলছে । আজ ওই কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details