দুর্গাপুর, 8 জুলাই: পাণ্ডবেশ্বরে 60 নম্বর জাতীয় সড়কে টুমনি নদীর উপর ব্রিজে ফাটল দেখা গেল আজ। BDO বিষয়টিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে জানান। এই সেতু দিয়ে এখনও ভারী যান চলাচল করছে।
পাণ্ডবেশ্বরে 60 নম্বর জাতীয় সড়কের ওপরে ব্রিজে ফাটল - Durgapur
পাণ্ডবেশ্বরে টুমনি নদীর সেতুর ওপর ফাটল দেখা দিল আজ। যদিও বন্ধ হয়নি ভারী যান চলাচল।
60 নম্বর জাতীয় সড়ক প্রায় সাড়ে চারশো কিলোমিটার দীর্ঘ। এই জাতীয় সড়ক উত্তরবঙ্গ থেকে বীরভূম হয়ে পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ, বাঁকুড়া জেলার মেজিয়া হয়ে ওড়িশা পর্যন্ত বিস্তৃত। এই সড়কের ওপর দিয়ে প্রতিদিন প্রচুর ভারী যান চলাচল করে। পাণ্ডবেশ্বরে 60 নম্বর জাতীয় সড়কে টুমনি নদীর উপর একটি সেতু রয়েছে। আজ সেই সেতুতে ফাটল দেখা দেয়। প্রতিদিন বীরভূমের পাঁচামি থেকে পাথর বোঝাই লরি এবং ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের অসংখ্য কয়লা বোঝাই লরি এই রাস্তা দিয়ে যাতায়াত করে । তবে টুমনি নদীর সেতুর ওপর ফাটল দেখা দিলেও ভারী যান চলাচল কিন্তু এখন পর্যন্ত বন্ধ হয়নি। যা নিয়ে আতঙ্ক বাড়ছে। বড় দুর্ঘটনা ঘটতে পারে এই সেতুতে এমনই আশঙ্কা দেখা দিয়েছে।
বিষয়টি নিয়ে পাণ্ডবেশ্বরের BDO কৌশিক সমাদ্দার বলেন,"আমি বিষয়টি শুনে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।দেখা যাক কি সিদ্ধান্ত নেওয়া হয়।"