দুর্গাপুর, 1 মে : দুর্গাপুরের বিজরা গ্রামে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ হল । এই ঘটনায় দুই গোষ্ঠীর কয়েকজন জখম হয়েছেন । তাঁদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভরতি করা হয়েছে । দুর্গাপুর থানায় দু'পক্ষের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে ।
দুর্গাপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে জখম ৫ - TMC
দুর্গাপুরের দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিজাম হোসেন মণ্ডলের অনুগামীদের সঙ্গে দলের স্থানীয় নেতা বিকাশ গোপের অনুগামীদের সংঘর্ষ বাধে । এই ঘটনায় পাঁচজন হাসপাতালে ভরতি ।
গতকাল দু'নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিজাম হোসেন বিজরা গ্রামে তৃণমূলের পার্টি অফিসে কর্মীদের সঙ্গে বসে ভোট নিয়ে আলোচনা করছিলেন । সেই সময় তৃণমূলের অপর গোষ্ঠীর নেতা বিকাশ গোপের একজন সহকর্মী ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন । কোনও কারণে বিকাশের সঙ্গে নিজাম হোসেনের অনুগামীরা বচসায় জড়িয়ে পড়েন । অভিযোগ, এই ঘটনার কিছুক্ষণ পর বিকাশের অনুগামীরা দলবল নিয়ে ফিরে এসে নিজাম হোসেনের অনুগামীদের উপর হামলা চালায় ।
নিজাম হোসেন 2017 সালে CPI(M) ছেড়ে তৃণমূলে যোগ দেন । এর আগে তিনি দুর্গাপুরের দু'নম্বর ওয়ার্ডের CPI(M) কাউন্সিলর ছিলেন । তৃণমূলে যোগ দেওয়ার পর ফের সেই ওয়ার্ড থেকেই জয়লাভ করেন । অপরদিকে বিকাশ গোপ এলাকার পুরোনো তৃণমূল নেতা । অভিযোগ, নিজাম হোসেনের গোষ্ঠীর লোকজন এই এলাকায় সাবমার্সিবল পাম্প বসিয়ে হাসপাতালে জল বিক্রি করে । এই কারণে এলাকার পুকুর ও কুয়োগুলিতে জল নেই । এলাকার মানুষ এ নিয়ে ক্ষুব্ধ । অন্যদিকে বিকাশ গোপের বিরুদ্ধে অভিযোগ, তিনি না কি বেসরকারি হাসপাতালে বেআইনিভাবে কর্মী নিয়োগ করছেন । সব মিলিয়ে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে । ঘটনার পর এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ।