শান্তিপুর, 12 সেপ্টেম্বর : আবারও বোমা ঘিরে আতঙ্ক শান্তিপুরে । শান্তিপুর থানার গোডাউন পাড়া এলাকায় একটি ছোটো খেলার মাঠ থেকে উদ্ধার চারটি বোমা । পুলিশ এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে । তবে কে বা কারা ওই মাঠে বোমাগুলি রেখে দিয়েছিল, তা এখনও স্পষ্ট নয় ।
শান্তিপুরের গোডাউন পাড়ার এলাকার ওই মাঠটিতে এলাকার ছোটো ছোটো ছেলেমেয়েরা খেলতে যায় রোজই । আজ সকালে স্থানীয় কিছু মানুষ মাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন । আর তখনই ওই বোমাগুলি চোখে পড়ে তাঁদের । সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় শান্তিপুর থানায় । এরপর পুলিশ এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে । এদিকে বোমা উদ্ধার ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায় । স্থানীয়দের কথায়, যেহেতু ওই মাঠে এলাকার ছোটো ছোটো ছেলেমেয়েরা খেলতে যায়, তাই বোমাগুলি চোখে না পড়লে যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল ।
আরও পড়ুন :শান্তিপুরে বোমাবাজি, গুরুতর জখম মহিলা