রাজাপুর (হাওড়া), 1 জুলাই : ধর্মতলাগামী বাস উলটে মৃত্যু হল এক ব্যক্তির । আহত হয়েছেন চালক সহ 12 জন । আজ সকাল সাড়ে দশটা নাগাদ রাজাপুর থানা এলাকার সেবা সদন মোড়ে দুর্ঘটনাটি ঘটে ।
ধর্মতলাগামী বাস দুর্ঘটনায়, মৃত যাত্রী - dharmatala
হাওড়ার রাজাপুর থানা এলাকায় বাস উলটে মৃত্যু হল এক ব্যক্তির । আহত চালক সহ 12 জন । আজ সকাল 10 টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ।
ধর্মতলাগামী বাস দুর্ঘটনায়, মৃত যাত্রী
বাগনান-ধর্মতলা রুটের বাসটি ধর্মতলায় যাচ্ছিল । যাত্রীদের অভিযোগ, চালক মোবাইল ফোনে কথা বলতে বলতে বাস চালাচ্ছিলেন । সেই সময় বাসটির গতিবেগ বেশি ছিল । বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডিভাইডারে ধাক্কা মেরে উলটে যায় ।
আহতদের স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন । বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে । দুর্ঘটনার তদন্ত করছে পুলিশ ।
Last Updated : Jul 1, 2019, 2:19 PM IST