পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Zika Virus : করোনার মধ্যে আতঙ্ক বাড়িয়ে কেরালায় জিকা, আক্রান্ত অন্তঃসত্ত্বা

কেরালায় এক অন্তঃসত্বা তরুণীর শরীরে জিকা ভাইরাসের খোঁজ মিলেছে ৷ তিরুবনন্তপুরমের পারাসালার বাসিন্দা তিনি ৷ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর ৷

s
s

By

Published : Jul 9, 2021, 8:12 AM IST

Updated : Jul 9, 2021, 11:03 AM IST

তিরুবনন্তপুরম, 9 জুন : একে করোনায় রক্ষা নেই, তার মধ্যে জিকা আতঙ্ক ৷ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুপুরী হয়ে উঠেছিল দেশ ৷ তা খানিক স্তিমিত হতেই তৃতীয় ঢেউ সম্পর্কে সতর্ক করছে বিশেষজ্ঞরা ৷ তার মধ্যেই দেশে জিকা ভাইরাসের (Zika Virus) খোঁজ মিলল ৷

কেরালার এক অন্তঃসত্ত্বা তরুণীর শরীরে জিকা ভাইরাসের খোঁজ মিলেছে ৷ তিরুবনন্তপুরমের পারাসালার বাসিন্দা তিনি ৷ তিরুবনন্তপুরমেরই একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর ৷ গত 28 জুন জ্বর, মাথা যন্ত্রণা ও শরীরে লাল ব়্যাশ দেখা দিলে ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ যদিও এখন তাঁর অবস্থা স্থিতিশীল ৷ 7 জুলাই স্বাভাবিকভাবে সন্তানের জন্ম দিয়েছেন তিনি ৷ জানা গিয়েছে, কিছুদিন আগে জিকা ভাইরাস আক্রান্ত অন্তঃসত্ত্বা মায়েরও একই ধরনের উপসর্গ দেখা দিয়েছিল ৷

জিকা মশাবাহিত রোগ ৷ এডিস মশা কামড়ে এই রোগ হয় ৷ এই মশা সাধারণত দিনের বেলায় কামড়ায় ৷ ডেঙ্গু আক্রান্তের লক্ষণের সঙ্গে মিল রয়েছে জিকার । দুই ক্ষেত্রেই জ্বর, গাঁটে ব্যথা, গায়ে র‌্যাশ বের হয় ।

আরও পড়ুন : Covid Origin :মোজিয়াংয়ের খনিতে লুকিয়ে ছিল কোন ভাইরাস ? বাঙালি সত্যান্বেষীর দিকেই তাকিয়ে গোটা বিশ্ব

জেলা তিরুবনন্তপুরমে ওই তরুণী ছাড়াও আরও 13 জন জিকায় আক্রান্ত হয়েছেন বলে মনে করছে কেরালার স্বাস্থ্য দফতর ।

Last Updated : Jul 9, 2021, 11:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details