নয়াদিল্লি, 7 জুন: দুই ছাত্রীকে অপহরণের চেষ্টা হল ক্যাম্পাস থেকে ৷ আর তাতেই চাঞ্চল্য ছড়াল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ৷ মঙ্গলবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি গাড়ি থেকে দু'জন ছাত্রীকে অপহরণ করার চেষ্টা করা হয় ৷ ওই ছাত্রীরা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন ৷ এছাড়াও এ ব্যাপারে জেএনইউর উপাচার্য ও নিরাপত্তা ইনচার্জের কাছেও অভিযোগ করা হয়েছে ৷ জেএনইউ স্টুডেন্টস ইউনিয়ন ও এবিভিপির তরফেও জেএনইউ প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে ৷ স্বাভাবিকভাবেই ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে গাফিলতির অভিযোগও উঠেছে ৷
এবিভিপির তরফে জানানো হয়েছে, সকাল 1টার দিকে দুই ছাত্রী ক্যাম্পাসের একটি রাস্তা দিয়ে হাঁটছিল ৷ এই সময় হরিয়ানা নম্বর প্লেটযুক্ত একটি সাদা সুইফট ডিজায়ার গাড়িতে আসা দুই-তিনজন ছেলে দুই ছাত্রীকে টেনে নিয়ে গাড়িতে বসানোর চেষ্টা করে ৷ ছাত্রীদের প্রতিরোধের কারণে ওই যুবকরা তাদের অপহরণ করতে না পেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ৷ এবিভিপির অভিযোগ ক্যাম্পাসে প্রায়ই এইরকম গাড়ি দেখা যায় ৷
জেএনইউ স্টুডেন্টস ইউনিয়ন জানিয়েছে, ছাত্রীদ্বয়ের মধ্যে একজনের এমএলসি করানো হয়েছে এবং বিষয়টি পুলিশের কাছে অভিযোগে করা হয়েছে ৷ জেএনইউ ছাত্র ইউনিয়নের তরফে উপাচার্যের কাছে অভিযোগ জানানো হয়েছে ৷ বুধবার সকালে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা উপাচার্যের সঙ্গে দেখা করে ব্য়বস্থা নেওয়ার দাবি জানাবেন বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি ছাত্র ইউনিয়নের তরফে দিল্লি পুলিশকে এই ঘটনায় তদন্তের জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে ৷ ছাত্র ইউনিয়ন জানিয়েছে, বুধবার রাত 12টার মধ্যে দিল্লি পুলিশ অভিযুক্তদের গ্রেফতার না করলে ছাত্র ইউনিয়ন আন্দোলন করবে ৷
এই ঘটনায় প্রশ্নের মুখে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা ৷ এবিভিপি ও জেএনইউ স্টুডেন্টস ইউনিয়ন বলেছে যে, এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রাজধানীর অন্যতম নিরাপদ ক্যাম্পাস ৷ এতদসত্ত্বেও এখানে এই ধরনের নিরাপত্তার ত্রুটি কঠিন প্রশ্ন চিহ্নের মুখে ফেলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ৷ জেএনইউ ক্যাম্পাসে নিরাপত্তা আরও জোরদার করা উচিত ৷ যাতে বহিরাগতরা এখানে প্রবেশ করতে না-পারে ৷
আরও পড়ুন : টানা পঞ্চম বছর সেরা প্রতিষ্ঠান আইআইটি মাদ্রাজ, কোন বিভাগে কী অবস্থানে কলকাতা-যাদবপুর-খড়গপুর ?