দিল্লি, 22 ফেব্রুয়ারি : গুণধর ছেলের কীর্তিতে অবাক সবাই । মদের জন্য় টাকা চেয়ে না পেয়ে মা-কে খুন করল 22 বছরের এক যুবক । অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ । যদিও তার নাম জানা যায়নি এখনও । ঘটনাটি দিল্লির খাজুরি খাস এলাকার ।
মদের টাকা না পেয়ে মা-কে খুন করল ছেলে ! - মদের জন্য় টাকা না পেয়ে খুন
দিল্লিতে মদের টাকা না পেয়ে মা-কে খুন করল ছেলে ৷
ছবিটি প্রতীকী
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে মদের নেশা ছিল অভিযুক্ত যুবকের । প্রায়শই মদ্য়পান করে বাড়ি ফিরত সে । কয়েকদিন আগে মদ খাওয়ার জন্য় তার মায়ের কাছে টাকা দাবি করে সে । কিন্তু টাকা দিতে অস্বীকার করেন মা । শুরু হয় বচসা । এরপরই রাগের মাথায় ওই মহিলাকে খুন করেন অভিযুক্ত ।
খবর পেয়ে বাড়িতে যায় স্থানীয় থানার পুলিশ । গ্রেপ্তার করা হয় অভিযুক্ত যুবককে । তার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।