থানে (মহারাষ্ট্র), 24 জানুয়ারি: দুঃসাহসিক গৃহীতার মুকুটে আরও একটি পালক ৷ নওভারি শাড়ি পরে জীবধন দুর্গে চড়ল এই কন্যা (Girl Scales Jivdhan Fort in Saree)। থানের আট বছরের বালিকা তাঁর বোন ও বাবার সঙ্গে জীবধন দুর্গ ট্রেক করেছে । এর আগে, মহারাষ্ট্রের সবচেয়ে কম বয়সি হিসেবে গৃহীতা মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছেছিল (Youngest to reach Mt Everest base camp)।
গৃহীতা ও হরিতা দুই বোন ৷ তারা মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পে একটি ট্রেক-সহ প্রায় 18টি ট্রেক করেছে । কিন্তু এ বার এই বোনেরা কোনও পেশাদার পোশাক ছাড়াই মহারাষ্ট্রের সবচেয়ে কঠিন ট্রেকগুলির একটিতে আরোহণ শুরু করে ৷ মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী পোশাক নওভারি শাড়ি পরে জীবধন দুর্গে চড়ল তারা ৷
দুই বোনই তাদের বাবা সচিন বিছারের কাছ থেকে ট্রেকিং-এর প্রশিক্ষণ পেয়েছে ৷ ট্রেকিং খুব পছন্দ করেন সচিন । তাঁর সেই ভালো লাগাই তিনি ছড়িয়ে দিয়েছেন মেয়েদের মধ্যে ৷ ধীরে ধীরে তাঁর মেয়েদেরও তাঁর মতোই পর্বতারোহণের প্রতি আগ্রহ তৈরি হয় । বাবা ও বোনের সঙ্গে গৃহীতা যখন মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে ট্রেক করতে গিয়েছিল, তখন বয়স তার ক্ষেত্রে কোনও বাধা হয়নি ৷ এই সাফল্যের পর গৃহীতা হয় মহারাষ্ট্রের সবচেয়ে কম বয়সি মেয়ে যে এই কৃতিত্ব অর্জন করেছে । হাড় কাঁপানো ঠান্ডা ও অক্সিজেনের মাত্রা হ্রাস পাওয়ার মধ্যেই বেস ক্যাম্পে পৌঁছেছিল গৃহীতা ৷ এতে তার 13 দিন সময় লাগে ।