মৃত সাগর ৷ হ্যাঁ ঠিকই পড়েছেন ৷ তবে, নামে যাবেন না ৷ যতটা ভয়ংকর নাম, ততটা সুন্দর এর প্রাকৃতিক সৌন্দর্য ৷ পর্যটকদের খুব পছন্দের জায়গা এটি ৷ কারণ - নামে মৃত্যু থাকলেও এই সাগরের জলে মানুষ ডুবে যায় না ৷ ভেসে থাকতে পারে যতক্ষণ ইচ্ছে ৷
কোথায় এটি . . .
এশিয়া মহাদেশের মধ্যেই প্যালেস্তাইন, ইজ়রায়েল ও জর্ডনের সীমান্তে ঠিক মাঝামাঝি একটি জায়গায় জর্ডন রিফ্ট উপত্যকায় রয়েছে এই হ্রদটি ৷ বিশ্বের সবথেকে নিচু জায়গা এটি ৷ 234 স্কয়্যার মিটার বিস্তৃত এই হ্রদটি ৷ গভীরত্ব মাত্র 430.5 মিটার ৷
আশ্চর্য বিষয় এই নাম ৷ হিব্রু ভাষায় এই হ্রদের নাম ইয়াম হা-মেইআহ অর্থাৎ সি অফ সল্ট বা লবণের সমুদ্র ৷ এই কারণ , রোমানকালে জুডিয়ায় আসা পর্যটকরা এই হ্রদের নাম দেন 'মৃত সাগর' ৷ কারণ , হ্রদের জলে ছিল না কোনও জীবিত প্রাণী কিংবা কোনও গাছ ৷ তাই এই হ্রদের জলে নেই কোনও হাঙরের ভয় ৷ বেশিরভাগ পর্যটকরাই এই হ্রদের লবণজলে সাঁতার কেটে , মিনারেলযুক্ত জলের মাড ট্রিটমেন্ট নিয়ে ভালো স্বাস্থ্যের সুবিধাভোগ করতে চান ৷