পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

UP Exit Polls 2022 : উত্তরপ্রদেশে আবার যোগী সরকার, ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়

উত্তরপ্রদেশ বিধানসভায় 403টি আসন (Uttar Pradesh Assembly Election 2022) ৷ সরকার গড়তে প্রয়োজন অন্তত 202টি আসন ৷ সোমবার বুথ ফেরত সমীক্ষার ফল বলছে যে সেখানে আবার বিজেপির সরকার তৈরি হতে চলেছে (UP Exit Polls 2022) ৷

UP Exit Polls News
UP Exit Polls 2022 : উত্তরপ্রদেশে আবার যোগী সরকার, ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়

By

Published : Mar 7, 2022, 9:50 PM IST

Updated : Mar 8, 2022, 12:36 PM IST

কলকাতা, 7 মার্চ : উত্তরপ্রদেশে ফের যোগী সরকার ক্ষমতায় ফিরতে চলেছে (Yogi Adityanath set comeback in UP as per Exit Polls) ৷ সোমবার সন্ধ্যায় বুথ ফেরত সমীক্ষাগুলি সেই দিকেই ইঙ্গিত করছে ৷ সব সমীক্ষার মতেই উত্তরপ্রদেশ বিধানসভায় ম্যাজিক নম্বর পার করতে কোনও সমস্যাই হবে না যোগী আদিত্যনাথের বিজেপির (UP CM Yogi Adityanath) ৷

উত্তরপ্রদেশ বিধানসভায় 403টি আসন (Uttar Pradesh Assembly Election 2022) ৷ গত একমাস ধরে সাত দফায় ভোট হয়েছে ওই রাজ্যে ৷ আজ, সোমবার ছিল শেষ দফার ভোটগ্রহণ ৷ সেই ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষা সামনে আসে (UP Exit Polls 2022) ৷ সেখানে দেখা যাচ্ছে, 2017-র চেয়ে শক্তি কমলেও বিজেপিই ক্ষমতায় থেকে যাচ্ছে ৷

পাঁচ বছর আগে যখন উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন হয়, তখন 312টি আসনে জিতেছিল বিজেপি ৷ কিন্তু এবার গেরুয়া শিবির ট্রিপল সেঞ্চুরি করতে পারবে না বলেই মনে করছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা ৷

একনজরে দেখে নেওয়া যাক বুথ ফেরত সমীক্ষার ফল -

পোলস্ট্র্যাট - বিজেপি 211-225, সমাজবাদী পার্টি 140-160, বিএসপি 14-24, কংগ্রেস 4-6

মার্টিজ - বিজেপি 262-277, সমাজবাদী পার্টি 119-134, বিএসপি 7-15, কংগ্রেস 3-8

পি মার্ক - বিজেপি 240, সমাজবাদী পার্টি 140, বিএসপি 17, কংগ্রেস 4, অন্যান্য 2

জন কি বাত - বিজেপি 222-260, সমাজবাদী পার্টি 135-165, বিএসপি 4-9, কংগ্রেস 1-3, অন্যান্য 4-3

ভিটো- বিজেপি 225, সমাজবাদী পার্টি 151, বিএসপি 14, কংগ্রেস 9, অন্যান্য 4

টুডেজ চাণক্য - বিজেপি 294, সমাজবাদী পার্টি 105, বিএসপি 2, কংগ্রেস 1, অন্যান্য 1

সি ভোটার - বিজেপি 228-244, সমাজবাদী পার্টি 132-148, বিএসপি 13-21, কংগ্রেস 4-8, অন্যান্য 2-6

তবে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা আবার বলছে যে বিজেপি উত্তরপ্রদেশে সর্বাধিক 326টি আসন পেতে পারে, যার অর্থ আগের বারের থেকেও বেশি আসন পেয়ে দ্বিতীয়বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পথে যোগী আদিত্যনাথ ৷

একনজরে এক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষার ফলাফল - বিজেপি 288-326, সমাজবাদী পার্টি 71-101, বিএসপি 3-9, কংগ্রেস 1-3, অন্যান্য 2-3

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বুথ ফেরত সমীক্ষার ফল পূর্বাভাস মাত্র ৷ অনেক সময় এই পূর্বাভাস মেলে না ৷ কিন্তু যদি এই পূর্বাভাস সত্যি হয়, তাহলে অবশ্যই রেকর্ড গড়তে চলেছেন যোগী আদিত্যনাথ ৷ কারণ, 1985 সালের পর থেকে এই প্রথম উত্তরপ্রদেশে কোনও দল পরপর দু’বার সরকার গড়ার সুযোগ পাবে ৷

অন্যদিকে এই ফল বাস্তবে পরিণত হলে ধাক্কা খাবেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব (Samajwadi Party Leader Akhilesh Yadav) ৷ কারণ, তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীনই দলের কর্তৃত্ব নিজের দিকে নিয়েছিলেন ৷ কিন্তু ভোটে হেরে যান ৷ আর এবার যোগীকে হারাতে তিনিই ছিলেন প্রধান প্রতিপক্ষ ৷ আর সেই লড়াই তিনি হারের মুখে ৷

এছাড়া কংগ্রেসও ধাক্কা খাবে বলেই বুথফেরত সমীক্ষার ফল ইঙ্গিত দিচ্ছে ৷ দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধিও (Congress Leader Priyanka Gandhi) উত্তরপ্রদেশে দলের হাল ধরতে পারলেন বলেই পূর্বাভাস দিচ্ছে বুথ ফেরত সমীক্ষা ৷

আরও পড়ুন :UP Election 2022 : উত্তরপ্রদেশে আজ শেষ দফার ভোট, লড়াই মোদির বারাণসী-সহ 54 কেন্দ্রে

Last Updated : Mar 8, 2022, 12:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details