পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

একদিনে দেশে মৃত্যু 50 চিকিৎসকের - স্বাস্থ্যকর্মীদের 66 শতাংশ ভ্যাকসিন পেয়েছেন

ভারতে কোভিড হানার পর থেকে প্রাণ গিয়েছে প্রায় হাজার জন চিকিৎসকের । সংখ্যাটা হয়তো আরও বেশি ৷ গতকাল একদিনে দেশে 50 জন চিকিৎসক মারা গিয়েছেন । জানিয়েছে আইএমএ ৷

করোনা রোগীর সংস্পর্শে চিকিৎসক
করোনা রোগীর সংস্পর্শে চিকিৎসক

By

Published : May 18, 2021, 7:27 AM IST

Updated : May 18, 2021, 9:44 AM IST

নিউ দিল্লি, 18 মে : সারা দেশে শুধুমাত্র একদিনেই করোনা সংক্রমণে মৃত্যু হল 50 জন চিকিৎসকের । গতকাল এমনই জানিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ৷ এখনও পর্যন্ত করোনার দ্বিতীয় ঢেউয়ে সব মিলিয়ে 244 জন চিকিৎসকের প্রাণ গিয়েছে ৷ এর মধ্যে বিহারের 69 জন, উত্তরপ্রদেশের 34 আর দিল্লিতে 27 জন ৷

এ বছরের 16 জানুয়ারি থেকে প্রথম সারির করোনা যোদ্ধাদের ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি শুরু হয় ৷ গত পাঁচ মাসে দেশের স্বাস্থ্যকর্মীদের 66 শতাংশ ভ্যাকসিন পেয়েছেন ৷ তার মধ্যে চিকিৎসকদের মাত্র 3 শতাংশ ভ্যাকসিনের দু'টি ডোজ় নিতে পেরেছেন ৷ আইএমএ-র সাধারণ সম্পাদক চিকিৎসক জয়েস লিলি বলেন, "এটা খুবই দুর্ভাগ্যজনক যে গতকাল দেশে 50 জন চিকিৎসককে হারিয়েছি ৷ করোনার দ্বিতীয় ঢেউ আসার পর এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে 244 জন মারা গিয়েছেন ৷"

আরও পড়ুন : কার্যকর নয় প্লাজ়মা থেরাপি, বাদ পড়ল প্রাপ্তবয়স্কদের করোনা চিকিৎসার গাইডলাইন থেকে

দেশে করোনা সংক্রমণের সংখ্যা বাড়ায় চাপ বেড়েছে চিকিৎসকদের ৷ বহু ডাক্তার এখনও পর্যন্ত ভ্যাকসিন নিতে পারেননি ৷ করোনা মোকাবিলায় যে সব চিকিৎসক একেবারে প্রথম সারিতে রয়েছেন, তাঁরা সকলে যাতে ঠিকমতো ভ্যাকসিন পান, তা নিশ্চিত করবে এই সংগঠন । করোনা একদিনে 50 জনের মৃত্যুর পর এমনই আশ্বাস দিলেন চিকিৎসক জয়েস লিলি ৷

তিনি আরও বলেন, "দ্বিতীয়ত, এখন চিকিৎসকের সংখ্যা কমে যাচ্ছে আর তাঁদের অনেক বেশিক্ষণ ধরে কাজ করতে হচ্ছে ৷ এক এক সময় তাঁরা টানা 48 ঘণ্টা কাজ করে যান ৷ ফলে ভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে, আর শেষে মৃত্যু ৷ স্বাস্থ্যকর্মীদের উজ্জীবিত করতে সরকারের আরও কিছু পদক্ষেপ করা উচিত ৷"

আইএমএ-র তত্য অনুযায়ী, কোভিড আক্রমণের পর থেকে সারা দেশে হাজার জন চিকিৎসক মারা গিয়েছেন । কিন্তু এই তথ্য সঠিক নয় । কারণ, আইএমএ শুধুমাত্র এই সংগঠনে নথিভুক্ত সাড়ে তিন লাখ সদস্যের হিসেব রাখছে ৷ দেশে 12 লাখেরও বেশি চিকিৎসক আছেন ৷

Last Updated : May 18, 2021, 9:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details