পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Yamuna River Water Level: ফের বাড়ছে যমুনার জলস্তর, সতর্কতা জারি করল প্রশাসন - Hindon River

Hindon River Water Level Increases: দিল্লিতে পুরনো রেলওয়ে সেতুতে যমুনা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে । পাশপাশি যমুনার উপনদী হিন্দনে বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে ৷ সেখানে বাড়িঘরে জল প্রবেশ করেছে ৷ এরপরেই ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন ।

Yamuna River Water Level
যমুনা নদীর জলস্তর

By

Published : Jul 23, 2023, 1:49 PM IST

নয়ডা (উত্তরপ্রদেশ), 23 জুলাই: আবারও বাড়ছে যমুনার জলস্তর ৷ জলস্তর বেড়ে 205.75 মিটারে পৌছল। এর জেরেশনিবার জলস্তর বাড়ল হিন্দন নদীরও ৷ ফলে নদীর কাছাকাছি অবস্থিত বাড়িগুলিতে ঢুকে পড়ে জল ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে ৷ সেই অনুযায়ী সতর্কতা জারি হয়েছে ওই সমস্ত এলাকায় । জানা গিয়েছে, ছিজরসি থেকে শুরু করে ইকোটেক পর্যন্ত তিনটি নীচু এলাকার বিভিন্ন বাড়িতে জল ঢুকে গিয়েছে । ফলে সেখানে বসবাসকারীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। প্রসঙ্গত এই হিন্দন নদী যমুনারই উপনদী ।

অতিরিক্ত পুলিশ কমিশনার সুরেশ রাও এ কুলকার্নি জানিয়েছেন, হিন্দন নদী এখনও কোথাও বিপদসীমা অতিক্রম করেনি । আগে থেকে সতর্কতা অবলম্বন করে বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে । সেখানকার বাসিন্দাদের কাছাকাছি স্কুলে এবং উচু বাড়িতে থাকার ব্যবস্থা করা হয়েছে । তাদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়েছে। জলস্তরের দিকে নজর রাখা হচ্ছে ৷

উল্লেখযোগ্যভাবে, দিল্লিতে পুরনো রেলওয়ে সেতুতে যমুনা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে ৷ শুক্রবার রাত 10:00টায় জলস্তর 205.48 মিটার রেকর্ড করা হয়েছিল । কয়েকদিন জলস্তর কম থাকলেও ফের শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে যমুনার জলস্তর 205.33 মিটারের বিপদসীমা অতিক্রম করেছে ।

পাশপাশি, হথনি কুন্ড ব্যারেজ থেকে প্রতি ঘণ্টায় জল ছাড়া হচ্ছে ৷ এখনও পর্যন্ত 11 জুলাই সেখান থেকে সবচেয়ে বেশি জল ছাড়া হয় বলে খবর ৷ সেদিন প্রায় 3 লক্ষ 60 হাজার কিউসেকের কাছাকাছি জল ছাড়া ৷ কিন্তু এরপর জল নিঃসরণের পরিমাণ কমেছে ৷ শুক্রবার সন্ধ্যে 7:00টায় রেকর্ড করা হিসেব অনুযায়ী, সেখান থেকে 29 হাজার 973 কিউসেসে জল ছাড়া হয়েছে । অন্যদিকে, 13 জুলাই যমুনার জলস্তর 208.66 মিটারে পৌঁছে যায়। সেটি সর্বকালীন রেকর্ড ৷ তবে এরপর ধীরে ধীরে জলস্তর কমেছিল ৷ কিন্তু গত দুই-তিন দিন ধরে ফের জলস্তরে সামান্য ওঠানামা হয়েছে ।

আরও পড়ুন:ফের ফুঁসছে যমুনা! বিপদসীমা অতিক্রম করল জলস্তর

ABOUT THE AUTHOR

...view details