পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kedarnath Yatra 2023: হেলিপ্যাড থেকে বরফ সরাচ্ছে জেসিবি, প্রবল তুষারপাতে বিপর্যস্ত কেদারনাথ - কেদারনাথে প্রবল তুষারপাত

অবিরাম তুষারপাতে জেরবার কেদারনাথ ৷ পরিস্থিতি প্রতিকূল হওয়ায় তীর্থযাত্রীদের যাত্রা বন্ধ রাখা হয়েছে ৷ পুরু বরফের চাদরে ঢেকে গিয়েছে মন্দির চত্বর ৷ হেলিপ্যাডে এতটাই বরফ জমে গিয়েছে যে জেসিবির সাহায্যে তা সরাতে হচ্ছে ৷ ঠিক কী পরিস্থিতি সেখানে দেখুন ৷

Etv Bharat
কেদারনাথে বরফবৃষ্টি

By

Published : May 3, 2023, 9:13 PM IST

কেদারনাথে প্রবল তুষারপাত

কেদারনাথ, 3 মে: আবহাওয়া খারাপ থাকায় থাকার জন্য কেদারনাথের তীর্থযাত্রীদের সোনপ্রয়াগ ও গৌরীকুণ্ডে থামানো হয়েছে ৷ এতটাই বরফ পড়েছে হেলিপ্যাডে যে জেসিবি মেশিন দিয়ে তা সরাতে হচ্ছে ৷ আবহাওয়া প্রতিকূল হলে তবেই যাত্রীদের কেদারনাথ ধামে পাঠানো হবে ৷ এদিকে অবিরাম তুষারপাতের জেরে মন্দিরে বিশৃঙ্খলা ছড়িয়েছে ৷ এই পরিস্থিতিতে জেলা প্রশাসন যাত্রা স্থগিত করেছে ৷ পুলিশের ডিরেক্টর জেনারেল অশোক কুমারও এই মুহূর্তে কেদারনাথে রয়েছেন ৷ সেখান থাকা যাত্রীদের সঙ্গে নিরাপদ ভ্রমণের বিষয়ে কথা বলছেন ৷

ডিজিপি অশোক কুমার এবং রুদ্রপ্রয়াগের পুলিশ সুপার বিশাখা অশোক ভাদানে বুধবার কেদারনাথ ধামে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেছেন ৷ সেই সময় মন্দির প্রাঙ্গণে উপস্থিত ভক্তদের সঙ্গে কথা হয় তাঁদের ৷ মন্দির কমিটির পদাধিকারীদের সঙ্গেও কথা বলেছেন পুলিশ আধিকারিকদের সঙ্গে ৷ ডিজিপি জানান, কেদারনাথ ধামে প্রবল তুষারপাত হচ্ছে ৷

আজ বুধবার ঋষিকেশ, শ্রীনগর, রুদ্রপ্রয়াগ, ফাটা ও গৌরীকুণ্ড থেকে যাতায়াত সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে ৷ এখানকার বর্তমান আবহাওয়া প্রতিকূল ৷ সেই কারণেই এই সিদ্ধান্ত ৷ মঙ্গলবার আসা তীর্থযাত্রীদের দর্শন করে ফেরত পাঠানো হচ্ছে ৷ অবিরাম তুষারপাতের জেরে কেদারনাথ ধামে পরিস্থিতি নাগালের বাইরে চলে যাচ্ছে ৷

তীর্থযাত্রীদের কাছে আবহাওয়া বিবেচনা করে 8 মে যাত্রার জন্য আজ সন্ধ্যার মধ্যে সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত অপেক্ষা করার আবেদন করেছেন ডিজিপি ৷ আবহাওয়া কেমন থাকে তা দেখার পর তাঁদের নির্দেশ দেওয়া পর্যন্ত তীর্থযাত্রীদের পুনরায় যাত্রার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে ৷ শুধুমাত্র গত সপ্তাহে, হিমালয় পর্বতের মন্দিরে অব্যাহত বৃষ্টি ও তুষারপাতের কারণে তীর্থযাত্রীদের ভ্রমণ পরিকল্পনা এক সপ্তাহ স্থগিত করার জন্য অনুরোধ করা হয়েছিল ৷ সেই সময়ই যাত্রা পুনরায় শুরু করার আগে আবহাওয়া পরিস্থিতি পরীক্ষা করার জন্য বলা হয়েছিল তীর্থযাত্রীদের ৷

আরও পড়ুন :দোর খুলল কেদারনাথের, তীব্র ঠান্ডাতেও ভক্ত সমাগমে জমজমাট বিখ্যাত শৈবতীর্থ

ABOUT THE AUTHOR

...view details