পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিশ্বের সবচেয়ে বড় কোরোনা ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শীঘ্রই শুরু হতে চলেছে : মোদি - Corona Vaccine

কোরোনা ভ্যাকসিন তৈরির জন্য দেশ বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের নিয়ে গর্বিত বলে জানিয়েছেন তিনি। বলেন, আত্মনির্ভর ভারতের লক্ষ্যে পরিমাণের সঙ্গে গুণমানকেও বজায় রাখতে হবে।

World's Biggest Covid Vaccination Programme Set To Begin In India, said modi
বিশ্বের সবচেয়ে বড় কোরোনা ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া খুব শীঘ্রই ভারতে শুরু হতে চলেছে : মোদি

By

Published : Jan 4, 2021, 4:11 PM IST

দিল্লি, 4 জানুয়ারি : বিশ্বের সবচেয়ে বড় কোরোনা ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া খুব শীঘ্রই দেশে শুরু হতে চলেছে । আজ ন্যাশনাল মেট্রোলজি কনক্লেভের উদ্বোধনে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর জন্য দেশ বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের নিয়ে গর্বিত বলেও জানিয়েছেন তিনি। বলেন, আত্মনির্ভর ভারতের লক্ষ্যে পরিমাণের সঙ্গে গুণমানকেও বজায় রাখতে হবে।

এবারের কনক্লেভের থিম হল- দেশের ইনক্লুসিভ বৃদ্ধির জন্য মেট্রোলজির ভূমিকা। ওই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী দেশের উদ্দেশে "ন্যাশনাল অ্যাটোমিক টাইমস্কেল" এবং "ভারতীয় নির্দেশক দ্রব্য" উৎসর্গ করে দেন। এছাড়া "ন্যাশনাল এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড ল্যাবোরেটরি"-রও শিলান্যাসও করেন।

ন্যাশনাল অ্যাটোমিক টাইমস্কেলে 2.8 ন্যানো সেকেন্ডের সঙ্গে ভারতীয় স্ট্যান্ডার্ড টাইমকে একেবারে নির্ভুল করবে। ভারতীয় নির্দেশক দ্রব্য আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে পরীক্ষা ও পরীক্ষাগারের সক্ষমতাকে সাহায্যের কাজে ব্যবহার করা হবে । আর ন্যাশনাল এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি সার্টিফিকেশনের ক্ষেত্রে স্বনির্ভরতা এবং বাতাসের অবস্থা এবং শিল্প সংস্থাগুলি থেকে যে ধোঁয়া নির্গত হয়, তা নির্ধারণ করার সরঞ্জাম তৈরিতে সাহায্য করবে।

আরও পড়ুন:দৈনিক সংক্রমণ নামল 16 হাজারে, 24 ঘণ্টায় মৃত 214

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিজ্ঞান, প্রযুক্তি ও পৃথিবী বিজ্ঞান মন্ত্রী হর্ষ বর্ধন। এই ন্যাশনাল মেট্রোলজি কনক্লেভ 2021-র আয়োজন করেছে দিল্লির ইন্ড্রাস্ট্রিয়াল রিসার্চ-ন্যাশনাল ফিজ়িক্যাল ল্যাবরেটরি। এই সংস্থার এবার 75 তম বর্ষ।

ABOUT THE AUTHOR

...view details