পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি হবে 8.3 শতাংশ, রিপোর্ট বিশ্ব ব্যাঙ্কের

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে কমেছে অর্থনৈতিক বৃদ্ধি ৷ এপ্রিলের ভবিষ্য়দ্বাণী থেকে সরে গিয়ে বিশ্ব ব্য়াঙ্ক জানাল, জিডিপি বৃদ্ধি পাবে 8.3 শতাংশ ৷

অর্থনৈতিক বৃদ্ধি আটকে গিয়েছে ভারতে
অর্থনৈতিক বৃদ্ধি আটকে গিয়েছে ভারতে

By

Published : Jun 9, 2021, 8:26 AM IST

ওয়াশিংটন, 9 জুন : ভারতে বর্তমান অর্থবর্ষে জিডিপি বৃদ্ধি পাবে 8.3 শতাংশ ৷ গত এপ্রিলে ভারতের জিডিপি 10.1 শতাংশ বাড়বে এই ভবিষ্যদ্বাণী করলেও বিশ্ব ব্যাঙ্কের মতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সেই লক্ষ্যপূরণ সম্ভব নয় ৷ 2022-23 অর্থবর্ষে (2022 সালের এপ্রিল থেকে 2023 সালের মার্চ) অর্থনৈতিক বৃদ্ধি হবে 7.5 শতাংশ ৷ "প্যানডেমিক শুরু হওয়ার পর থেকে ভারতের অর্থনৈতিক উন্নতি আটকে রয়েছে ", ওয়াশিংটনের এই সংস্থা মঙ্গলবার তাদের "গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট রিপোর্ট"-এ প্রকাশ করেছে এই তথ্য ৷

আরও পড়ুন : বেতন দেওয়ার পয়সা নেই, অনির্দিষ্টকালের জন্য বন্ধ মুম্বই হায়াত

এপ্রিলে এই সংস্থা জানিয়েছিল, 21-22 অর্থবর্ষে জিডিপি বাড়তে পারে 10.1 শতাংশ, যা জানুয়ারি মাসে দেওয়া হিসেবের তুলনায় 5.4 শতাংশ বেশি ৷ কিন্তু এবার তা আরও কমতে শুরু করেছে ৷ 2023-24-এ জিডিপি বৃদ্ধি 6.5 শতাংশে নেমে আসতে পারে ৷

সম্প্রতি দেশের প্রথম সারির পরিসংখ্যানবিদের একটি দলের প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে বিগত অর্থবর্ষে ভারতের জিডিপি 7.3 শতাংশ হ্রাস পেয়েছে ৷ যদিও শেষ দুটি ত্রৈমাসিকে কিছু ভাল করে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছিল ৷ বিশ্ব ব্যাঙ্কের মতে, তার কারণ ছিল সুদের হার কমানো, সরকারি খরচে বৃদ্ধি, ঋণ দেওয়ার ক্ষেত্র বৃদ্ধি পাওয়া, সরকারের কোষাগার আর মুদ্রা বিষয়ের নীতি সামঞ্জস্যপূর্ণ ছিল ৷

ABOUT THE AUTHOR

...view details