মুম্বই, 4 জুলাই : কোভিডকালে বদলেছে জীবন যাপন ৷ বদল এসেছে কাজের ধরনে ৷ করোনাসংক্রমণের প্রথম ধাক্কা থেকে বিশ্বব্যাপী "ওয়ার্ক ফ্রম হোম" (WFH) শুরু হয়েছে ৷ চলছে দ্বিতীয় ঢেউ, আশঙ্কা রয়েছে তৃতীয় ঢেউয়ের ৷ তাই বাড়ি থেকে অফিসের কাজ সামলানোটা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে ৷ কিন্তু অফিসটা বাড়িতে উঠে আসার পর বাড়ি আর অফিস নিয়ে কেমন কাটছে কর্মীদের ? 20-26 জুন এসসিআইকেইওয়াই মার্কেট নেটওয়ার্ক (SCIKEY) দেশের মেট্রো শহরগুলির 2500 জনের মতামত নিয়ে একটি সমীক্ষা চালিয়েছে ৷
আরও পড়ুন : কোভিডে 77.8 শতাংশ কার্যকরী কোভ্যাক্সিন, রুখতে পারে ডেল্টা প্রজাতিও
সমীক্ষায় জানা গিয়েছে, বাড়িতে কাজের চাপ বেড়েছে, চাকরি টিকিয়ে রাখতে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে, মানসিক চাপ বাড়ছে ৷ তাই বাড়িতে থেকে কাজ ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করছে, জানিয়েছে 59 শতাংশ পুরুষ, 56 শতাংশ মহিলা ৷ অফিসে থেকে কাজ করলে উচ্চাধিকারের সাহায্য় পাওয়া যায়, মত দিয়েছে 23 শতাংশ পুরুষ ৷ অন্যদিকে 20 শতাংশ পুরুষ আর 16 শতাংশ মহিলা এর বিপরীতে জানিয়েছে, কাজের জায়গা মোটে সুবিধেজনক নয়, বাড়ি ভাল ৷ 68 শতাংশ পুরুষ, 77 শতাংশ মহিলা একমত যে কাজে মন দিতে পারছেন না তাঁরা ৷