নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর: লোকসভায় পাশের পর বৃহস্পতিবার রাজ্যসভায় পেশ হল মহিলা সংরক্ষণ বিল| আর গোটাদিন এই বিষয়ের উপর আলোচনার পর রাতে রাজ্যসভাতেও ভোটাভুটিতে পাশ হল এই বিল ৷ এদিন রাজ্যসভায় 215টি ভোট পড়ে বিলের পক্ষে ৷ অন্যদিকে বিলের বিপক্ষে একটিও ভোট পড়েনি ৷ ঐতিহাসিক এই বিল এবার রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় ৷
উল্লেখযোগ্যভাবে, এদিন ভোটাভুটির পর রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় জানান, দুই তৃতীয়াংশ ভোটেই এই বিল পাশ হয়েছে ৷ একই সঙ্গে, এদিন একজন সাংসদও অনুপস্থিত ছিলেন না বলেও জানান চেয়ারম্যান ৷ অন্যদিকে, এদিন ভোটাভুটির পর চেয়ারম্য়ান জানান, হিন্দু রীতি অনুযায়ী এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ৷ আর সেদিনই রাজ্যসভাতেও মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছাও জানান চেয়ারম্যান ৷
এর আগে লোকসভায় বুধবার দুই তৃতীয়াংশ সাংসদের ভোটে পাশ হয়ে গিয়েছিল বিল ৷ রাজ্যসভায় পাশ হওয়ার পর এবার নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির অনুমোদনের জন্য বিল পাঠানো হবে ৷ তাৎপর্যপূর্ণভাবে, এদিন বিল নিয়ে আলোচনার সময়ই রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে সাফ জানান, তাঁরা এই বিলকে বিনা শর্তে সমর্থন করছে ৷ বিলকে সমর্থন করেছে আম আদমি পার্টি এবং তৃণমূল কংগ্রেসও ৷