বেঙ্গালুরু, 26 মার্চ : একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার মহিলা সাংবাদিকের ঝুলন্ত দেহ উদ্ধার হল বেঙ্গালুরু থেকে (Woman Working With International News Agency Found Dead in Bengaluru) ৷ শ্রুতি নারায়ণ নামে বছর 35’র ওই সাংবাদিকের দেহ উদ্ধার হয় বেঙ্গালুরুর সিদ্দাপুরের হোয়াইটফিল্ডের কাছে তাঁর ফ্ল্যাটে ৷ প্রাথমিক তদন্তে পুলিশ এটিকে আত্মহত্যা বলে মনে করছেন ৷ ঘটনাস্থল থেকে একটি চিঠি উদ্ধার হয়েছে ৷ যেখানে তিনি তাঁর স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন ৷ আর সেই কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর (Journalist Shruti Narayanan Alleged Against Her Husband for Torture in Suicide Notes) ৷ এই ঘটনায় মৃত সাংবাদিকের পরিবার অন্তর্ঘাতের অভিযোগ এনে তদন্তের দাবি জানিয়েছেন ৷
পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে শ্রুতির ভাই তাঁর ফ্ল্যাটে ঝুলন্ত দেহের সঙ্গে তিনটি চিঠিও দেখতে পান (Shruti Narayanan Journalist from Kerala Found Hanging) ৷ একটি পুলিশের জন্য, একটি তাঁর ইঞ্জিনিয়ার স্বামী অনীশ করোথ এবং তৃতীয়টি কাসারাগোদে থাকা তাঁর বাবা-মা’র জন্য লিখেছিলেন শ্রুতি ৷ তাঁকে ফোনে না পেয়ে এবং অফিসে না যাওয়ায় শ্রুতির ভাই নীশান্ত ফ্ল্যাটে তাঁর খোঁজ করতে যান ৷ তখনই তিনি ফ্ল্যাটের ভিতরে শ্রুতিকে ঝুলন্ত অবস্থায় দেখেন এবং পুলিশে খবর দেন ৷