পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Nawada Fire Incident: বাড়িতে আগুন, প্রাণ বাঁচাতে তিনতলা থেকে ঝাঁপ মহিলার - প্রাণ বাঁচাতে তিনতলা থেকে ঝাঁপ দিলেন এক মহিলা

নাওয়াদায় একটি চারতলা বাড়িতে আগুনের (Nawada Fire Incident) ঘটনায় চারতলা থেকে ঝাঁপ দিলেন এক মহিলা ৷ প্রাণ বাঁচাতে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভরতি রয়েছেন তিনি ৷

Woman Jumps off 3rd Floor to Save Life ETV BHARAT
Woman Jumps off 3rd Floor to Save Life

By

Published : Jan 17, 2023, 3:30 PM IST

Updated : Jan 17, 2023, 4:27 PM IST

নাওয়াদা (বিহার), 17 জানুয়ারি: বিহারের নাওয়াদায় একটি চারতলা বাড়িতে আগুন ৷ এই ঘটনায় প্রাণ বাঁচাতে তিনতলা থেকে ঝাঁপ দিলেন এক মহিলা (Woman Jumps off 3rd Floor to Save Life) ৷ সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বিহারের নাওয়াদা জেলার কাদিরগঞ্জ বাজার এলাকায় ৷ ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷ তবে, তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ অগ্নিকাণ্ডের ঘটনায় দমকলের 2টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷

আগুন লাগার ঘটনায় প্রশাসনের তরফে জানানো হয়েছে, নাওয়াদা জেলার কাদিরগঞ্জ বাজার এলাকায় সুরেন্দ্র কেশরির বাড়িতে সোমবার রাতে আগুন লেগে যায় ৷ আগুনে বাড়ির সব জিনিসপত্র পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন সদস্যরা ৷ জানা গিয়েছে, আগুন নেভাতে গিয়ে পরিবারের অনেকেই আগুন ঝলসে আহত হয়েছেন ৷ তাঁদরে মধ্যে এক মহিলা প্রাণ বাঁচাতে চারতলা থেকে নিচে ঝাঁপ দেন ৷ তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷ তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷

জানা গিয়েছে, বাড়িতে 7 জন ছিলেন ৷ বাকিরা সবাই কোনওভাবে বেরিয়ে এলেও, ওই মহিলা বাড়ি থেকে বেরতে পারেননি ৷ তার পরেই ওই মহিলা নীচে ঝাঁপ দেন প্রাণ বাঁচাতে ৷ এই ঘটনায় ওই বাড়ির একটি বাচ্চাকে কম্বলে মুড়ে নীচে ফেলা হয় ৷ বাচ্চাটি সুরক্ষিত রয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ দমকলের দু’টি ইঞ্জিন বেশ কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷

আরও পড়ুন:উনুনে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মহিলার মৃত্যু

ঘটনার সর্ম্পকে জানা গিয়েছে, সন্ধ্যাবেলা চারতলায় বাড়ির সবাই বসেছিলেন ৷ ওই সময় শর্ট-সার্কিট হয়ে পুরো বাড়িতে আগুন ধরে যায় বলে দমকলের তরফে জানানো হয়েছে ৷ ওই পরিবারের সদস্যরা দাবি করেছেন, আগুন নিচের তলায় কাপড়ের দোকানে ছড়িয়ে পড়ে ৷ সেই ঘটনায় প্রায় 50 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে ৷

Last Updated : Jan 17, 2023, 4:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details