নাওয়াদা (বিহার), 17 জানুয়ারি: বিহারের নাওয়াদায় একটি চারতলা বাড়িতে আগুন ৷ এই ঘটনায় প্রাণ বাঁচাতে তিনতলা থেকে ঝাঁপ দিলেন এক মহিলা (Woman Jumps off 3rd Floor to Save Life) ৷ সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বিহারের নাওয়াদা জেলার কাদিরগঞ্জ বাজার এলাকায় ৷ ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷ তবে, তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ অগ্নিকাণ্ডের ঘটনায় দমকলের 2টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷
আগুন লাগার ঘটনায় প্রশাসনের তরফে জানানো হয়েছে, নাওয়াদা জেলার কাদিরগঞ্জ বাজার এলাকায় সুরেন্দ্র কেশরির বাড়িতে সোমবার রাতে আগুন লেগে যায় ৷ আগুনে বাড়ির সব জিনিসপত্র পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন সদস্যরা ৷ জানা গিয়েছে, আগুন নেভাতে গিয়ে পরিবারের অনেকেই আগুন ঝলসে আহত হয়েছেন ৷ তাঁদরে মধ্যে এক মহিলা প্রাণ বাঁচাতে চারতলা থেকে নিচে ঝাঁপ দেন ৷ তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷ তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷