হায়দরাবাদ, 17 অগস্ট:বিবাহ বিভ্রাটই বটে ! স্বামীর সঙ্গে অন্য মহিলার বিয়ে দিলেন যুবতী ৷ আগের বিয়ের কথা জানতে পেরে পুলিশের দ্বারস্থ হলেন দ্বিতীয় স্ত্রী ৷ ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের বানজারা হিলস থানা এলাকায় ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরের সিঙ্গাডি কুন্তা বস্তি এক বছর কুড়ির তরুণী গৃহশিক্ষিকা হিসেবে কাজ করেন । 2020 সালে তিনি স্থানীয় ইউসুফগুডায় একটি নাচের অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিতে যান ৷ সেসময় সেখানে তাঁর সঙ্গে পরিচয় হয় গান্ধি নামে বছর 23-এর এক যুবকের ৷ আলাপ ক্রমশ প্রেমে পরিণত হয়। পরে তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন ।
দুই পরিবারের সদস্যরাই বিয়েতে সম্মতি দেয়। এরপর থেকেই গান্ধি ওই যুবতীর সঙ্গে লিভ-ইনে থাকতে শুরু করেন ৷ এরই মাঝে রোজা নামে আরেক যুবতীর সঙ্গে গান্ধির সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করেন তরুণী । এ বিষয়ে তরুণী নিজেদের পরিবারের সঙ্গে কথা বলে । ঘটনা জানার পর দুই পরিবারের মধ্যে ঝগড়া বেঁধে যায় । আরও পরে বিষয়টি পুলিশ পর্যন্ত গড়ায়।
পুলিশ ডেকে পাঠায় রোজাকে ৷ গান্ধি ও রোজা সবাইকে বলে যে তাঁরা কেবলই বন্ধু ৷ সে কথা বিশ্বাস করে নেয় দুই পরিবারের সদস্যরা ৷ এরপর উভয়পক্ষের মধ্যে সব মিটমাট হয়ে যায় এবং গান্ধি ও লিভ-ইনে থাকা তরুণীর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় । বড়দের উপস্থিতিতেই রোজা সমস্ত বিয়ের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেন। শুধু তাই নয়, কার্যত দাঁড়িয়ে থেকে তরুণীর সঙ্গে যুবকের বিয়েও দেন ।
আরও পড়ুন:দ্বিতীয় বিয়ে স্বামীর, বাংলাদেশ থেকে এসে পুলিশে দিল যুবতি
বিয়ের কিছুদিন পর থেকে দ্রুত বদলাতে থাকে পরিস্থিতি। গান্ধির বাড়ি ফিরতে দেরি হতে শুরু করে। দেরির কারণ জানতে চাইলে তিনি স্ত্রীকে মারধর করতেন বলেও অভিযোগ। এরপরই নব্যবিবাহিতা জানতে পারেন যে গান্ধির আরেকটা বিয়ে রয়েছে ৷ তরুণী আরও জানতে পারেন, তাঁর প্রথম স্ত্রী আর কেউ না বরং রোজা ! যিনি নিজে দাঁড়িয়ে থেকেই তাঁদের বিয়ে দিয়েছিলেন ৷ তারপর তরুণী মঙ্গলবার রাতে বানজারা হিলস থানায় অভিযোগ দায়ের করেন ৷ এরপর পুলিশ গান্ধি এবং রোজার বিরুদ্ধে মামলা দায়ের করে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ।