পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নন-ভেজ পিত্জা পেয়ে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি নিরামিশাষী মহিলার

নন-ভেজ পিত্জা পেয়ে বেজায় চটে ক্রেতা সুরক্ষা দফতরে মামলা করলেন এক নিরামিশাষী মহিলা ৷ তিনি এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন ৷

Woman Files Complaint For Getting Non-Veg Pizza, she Seeks ₹ 1 Crore Compensation
নন-ভেজ পিত্জা পেয়ে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি নিরামিশাষী মহিলার

By

Published : Mar 14, 2021, 12:10 PM IST

নয়াদিল্লি, 14 মার্চ:আমিষ পিত্জা পাঠিয়েছে রেস্তোরাঁ ৷ এই অভিযোগে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে ক্রেতা সুরক্ষা দফতরের দ্বারস্থ হলেন এক নিরামিষাশী মহিলা ৷ পিটিশনে তিনি জানিয়েছেন, "ধর্মীয় কারণে, শিক্ষাগত ও পরিবারগত প্রথা মেনে তিনি নিরামিষাশী ৷" তবু তাঁকে আমিষ পিত্জা পাঠানো হয়েছে বলে অভিযোগ ৷

2019 সালের 21 মার্চ উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের বাড়ি থেকে একটি পিত্জা অর্ডার করেছিলেন দীপালি ত্যাগী নামে এক মহিলা ৷ সে দিন হোলি ছিল ৷ রঙের উত্সব পালনের পর তিনি ও তাঁর সন্তানরা ক্ষুধার্ত ছিলেন বলে জানিয়েছেন দীপালি ৷ তাঁর অভিযোগ, মার্কিন পিত্জা কোম্পানি 30 মিনিটের যে ডেলিভারি টাইম রেখেছে, তার থেকে দেরিতে পিত্জা আসে ৷ তবু সেটা মানিয়ে নিয়ে তিনি যেই পিত্জায় কামড় বসিয়েছেন, তখনই তিনি বুঝতে পারেন যে সেটা আমিষ পিত্জা ৷ মাশরুমের পরিবর্তে তাঁর মুখে পড়ে মাংসের টুকরো ৷

আরও পড়ুন:বিমানে নাক অথবা থুতনির নিচে মাস্ক ? পড়তে পারেন বিপদে

দীপালি সঙ্গে সঙ্গে পিত্জা কোম্পানিতে ফোন করে গোটা ঘটনা জানান এবং অভিযোগ দায়ের করেন ৷ এরপর 2019 সালেরই 26 মার্চ এক ব্যক্তি নিজেকে কোম্পানির জেলা ম্যানেজার বলে দাবি করে অভিযোগকারীর গোটা পরিবারকে বিনামূল্যে পিত্জা খাওয়ানোর প্রতিশ্রুতি দেন ৷ এতে আরও চটে গিয়ে অভিযোগকারিণী বলেন, এটা কোনও সাধারণ বিষয় নয় ৷ কোম্পানি তাঁর ধর্মীয় অভ্যেসে আঘাত হেনেছে ৷ এরপরই ক্রেতা সুরক্ষা দফতরের দ্বারস্থ হন দীপালি ৷ মামলায় এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি ৷ মানসিকভাবে তাঁকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ তাঁর ৷

ABOUT THE AUTHOR

...view details