নয়াদিল্লি, 14 মার্চ:আমিষ পিত্জা পাঠিয়েছে রেস্তোরাঁ ৷ এই অভিযোগে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে ক্রেতা সুরক্ষা দফতরের দ্বারস্থ হলেন এক নিরামিষাশী মহিলা ৷ পিটিশনে তিনি জানিয়েছেন, "ধর্মীয় কারণে, শিক্ষাগত ও পরিবারগত প্রথা মেনে তিনি নিরামিষাশী ৷" তবু তাঁকে আমিষ পিত্জা পাঠানো হয়েছে বলে অভিযোগ ৷
2019 সালের 21 মার্চ উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের বাড়ি থেকে একটি পিত্জা অর্ডার করেছিলেন দীপালি ত্যাগী নামে এক মহিলা ৷ সে দিন হোলি ছিল ৷ রঙের উত্সব পালনের পর তিনি ও তাঁর সন্তানরা ক্ষুধার্ত ছিলেন বলে জানিয়েছেন দীপালি ৷ তাঁর অভিযোগ, মার্কিন পিত্জা কোম্পানি 30 মিনিটের যে ডেলিভারি টাইম রেখেছে, তার থেকে দেরিতে পিত্জা আসে ৷ তবু সেটা মানিয়ে নিয়ে তিনি যেই পিত্জায় কামড় বসিয়েছেন, তখনই তিনি বুঝতে পারেন যে সেটা আমিষ পিত্জা ৷ মাশরুমের পরিবর্তে তাঁর মুখে পড়ে মাংসের টুকরো ৷