হায়দরাবাদ, 28 ডিসেম্বর:ডাক্তারি পড়ায় মেয়ের মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছিল ৷ তাই ডাক্তারি পড়ায় আপত্তি ছিল মায়ের ৷ মেয়ে কোনও কথা না শুনে পড়া চালিয়ে যাওয়ায় বাড়ি থেকে বেরিয়ে আত্মঘাতী হলেন মহিলা ৷ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার মেদচল জেলার পোচারাম আইটি করিডোর থানা এলাকায় । মৃতের নাম লাবণ্য (37) ৷
পুলিশ সূত্রে খবর, পেদ্দাপল্লি জেলার সুলতানাবাদের এলাঙ্কি ভাস্করের 2004 সালে লাবণ্যকে বিয়ে করেন । তাঁদের দুটি সন্তান রয়েছে । মেয়ে শ্রীজা ও ছেলে অশ্বিত । শ্রীজা হায়দরাবাদে এমবিবিএস পড়ার সুযোগ পায় ৷ এরপরেই পরিবারটি মেয়ের পড়াশোনার জন্য পোচারামের সদভবন শহরে চলে আসে । কিন্তু মা চাননি তাঁর মেয়ে এমবিবিএস পড়ুক । তিনি বলতেন, মেয়ের শরীর ভালো নেই ৷ তাই তিনি চান না মেয়ে এত চাপযুক্ত পড়াশোনা করুক । এই নিয়ে অনেক সময় মেয়ে ও মায়ের মধ্যে ঝগড়া হত । এমনকী স্বামীর সঙ্গেও এই বিষয়ে বাক বিতণ্ডা হত লাবণ্যর ।