পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ডাক্তারি পড়ায় আপত্তি, মেয়ে কথা না শোনায় আত্মঘাতী মা ! - ডাক্তারি

Woman Dies by Suicide over Daughter Study: আজকাল অভিভাবকরা তাদের সন্তানদের পড়াশোনার জন্য চাপ দিচ্ছেন । কিন্তু এখানে উলটো দৃশ্য । মেয়ের ডাক্তারি পড়ায় আপত্তি থাকায় আত্মহত্যা করলেন এক মা ।

Woman Dies by Suicide
আত্মঘাতী মহিলা

By ETV Bharat Bangla Team

Published : Dec 28, 2023, 10:22 PM IST

হায়দরাবাদ, 28 ডিসেম্বর:ডাক্তারি পড়ায় মেয়ের মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছিল ৷ তাই ডাক্তারি পড়ায় আপত্তি ছিল মায়ের ৷ মেয়ে কোনও কথা না শুনে পড়া চালিয়ে যাওয়ায় বাড়ি থেকে বেরিয়ে আত্মঘাতী হলেন মহিলা ৷ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার মেদচল জেলার পোচারাম আইটি করিডোর থানা এলাকায় । মৃতের নাম লাবণ্য (37) ৷

পুলিশ সূত্রে খবর, পেদ্দাপল্লি জেলার সুলতানাবাদের এলাঙ্কি ভাস্করের 2004 সালে লাবণ্যকে বিয়ে করেন । তাঁদের দুটি সন্তান রয়েছে । মেয়ে শ্রীজা ও ছেলে অশ্বিত । শ্রীজা হায়দরাবাদে এমবিবিএস পড়ার সুযোগ পায় ৷ এরপরেই পরিবারটি মেয়ের পড়াশোনার জন্য পোচারামের সদভবন শহরে চলে আসে । কিন্তু মা চাননি তাঁর মেয়ে এমবিবিএস পড়ুক । তিনি বলতেন, মেয়ের শরীর ভালো নেই ৷ তাই তিনি চান না মেয়ে এত চাপযুক্ত পড়াশোনা করুক । এই নিয়ে অনেক সময় মেয়ে ও মায়ের মধ্যে ঝগড়া হত । এমনকী স্বামীর সঙ্গেও এই বিষয়ে বাক বিতণ্ডা হত লাবণ্যর ।

এরই মধ্যে ভাস্কর কয়েক মাস ধরে হনুমাকোন্ডায় গিয়ে একাই ব্যবসা সামলাতেন । তবে পরিবারের কাছে আসা-যাওয়া করতেন তিনি । চলতি মাসের 25 তারিখে তিনি বাড়িতে আসেন । তিনি তাঁর স্ত্রী, মেয়ে এবং ছেলেকে নিয়ে ভেমুলওয়াদা মন্দিরেও গিয়েছিলেন ৷ সেখান থেকে 26 তারিখে বাড়ি ফিরেছিলেন তাঁরা । এরপর বাড়ি ফিরে আবারও মেয়ের লেখাপড়া নিয়ে তাঁদের মধ্যে ঝগড়াঝাটি হয় । তারপরেই লাবণ্য কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যান । পাশের একটি পুকুরে দেহ মেলে তাঁর ৷ পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি বলে অনুমান পুলিশের । স্বামীর অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ।

আরও পড়ুন:

  1. মানসিক অবসাদের জের, শিলিগুড়িতে মেয়েকে খুন করে আত্মঘাতী মা
  2. গড়িয়ায় আত্মঘাতী ছাত্রী! পরীক্ষায় পাশ করতে না পেরে আত্মহত্যা বলে অনুমান পুলিশের
  3. গভীর মানসিক চাপের কারণেই খাদ্যভবনে পুলিশকর্মীর আত্মহত্যা, দাবি লালবাজারের

ABOUT THE AUTHOR

...view details