পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Woman Tortured in Andhra Pradesh: দলিত মহিলাকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ, পেট্রল ঢেলে পোড়ানোর চেষ্টা - স্বাধীনতা দিবস

Woman Allegedly Assaults in Andhra Pradesh: উচ্চবর্ণের মেয়ের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিলেন এক দলিত যুবক ৷ সেই কারণে তাঁর বিধবা দিদিকে বিবস্ত্র করে অত্যাচার এবং জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ ৷ অন্ধ্রপ্রদেশের ঘটনায় এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ ৷

Woman Tortured in Andhra Pradesh ETV BHARAT
Woman Tortured in Andhra Pradesh

By

Published : Aug 16, 2023, 4:43 PM IST

প্রকাশম (অন্ধ্রপ্রদেশ), 16 অগস্ট: স্বাধীনতা দিবসের মধ্যরাতে এক ন্যক্কারজনক ঘটনার সাক্ষী থাকল অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলা ৷ অভিযোগ 15 অগস্ট মধ্যরাতে এক দলিত বিধবা মহিলাকে বিবস্ত্র করে এবং তাঁর হাত-পা বেঁধে মারধর করা হয় ৷ এর পর পেট্রল ছিটিয়ে তাঁকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা হয় ৷ তবে, সঠিক সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় অভিযুক্তদের সেই পরিকল্পনা সফল হয়নি ৷ জানা গিয়েছে, মহিলার ভাই উঁচু জাতের এক যুবতীকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন ৷ অভিযোগ সেই কারণেই মহিলার উপর নারকীয় এই অত্যাচার করে যুবতীর বাবা-মা ৷ বর্তমানে নির্যাতিতা ওই মহিলা হাসপাতালে চিকিৎসাধীন ৷

14 অগস্ট পেরিয়ে 15 অগস্ট মধ্যরাতে দেশ যখন 77 তম স্বাধীনতা দিবসে প্রবেশ করল, ঠিক সে সময় জাতিগত বিভাজনের শিকার হলেন এক মহিলা ৷ প্রকাশম জেলার পুলিশ সুপার মালিকা গর্গ জানিয়েছেন, আক্রান্ত মহিলা পেশায় একটি বেসরকারি হাসপাতালের নার্স ৷ 2 বছর আগে তাঁর স্বামী মারা গিয়েছেন ৷ 14 অগস্ট রাতে তিনি ডিউটি শেষ করে মায়ের কাছে যাচ্ছিলেন ৷ অভিযোগ বাড়ির কাছাকাছি পৌঁছাতেই তাঁর উপর হামলা চালান এক ব্যক্তি এবং তাঁর স্ত্রী ৷ প্রথমে মহিলার চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেন তাঁরা ৷ এর পর তাঁকে টানতে টানতে নিয়ে যাওয়া হয় রাস্তার উপর ৷

অভিযোগ সেখানে তাঁর হাত-পা বেঁধে দেওয়া হয় ৷ পরবর্তী সময়ে তাঁকে বিবস্ত্র করে অভিযুক্ত ব্যক্তি এবং তাঁর স্ত্রী ৷ ধারালো অস্ত্র দিয়ে তাঁর শরীর চিঁড়ে দেওয়ার অভিযোগও উঠেছে ৷ যন্ত্রণায় চিৎকার করতে থাকেন মহিলা ৷ কিন্তু, ওই মহিলার চিৎকার শুনে গ্রামের কোনও বাসিন্দা তাঁকে বাঁচাতে আসেননি বলে অভিযোগ ৷ তবে, কেউ বা কারা পুলিশের 100 ডায়াল করে ঘটনার কথা জানিয়ে দেন ৷ ততক্ষণ মহিলাকে ওই দম্পতি টেনে হিঁচড়ে নিজেদের বাড়ির সামনে নিয়ে যায় ৷ অভিযোগ সেখানে মহিলার উপর পেট্রল ছিটিয়ে আগুন ধরানোর চেষ্টা করে দম্পতি ৷ তবে, অগ্নিসংযোগের আগেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং মহিলাকে উদ্ধার করে ৷

আরও পড়ুন:মালদায় নারী নির্যাতন ! চার পুলিশ আধিকারিককে 'ক্লোজ' করলেন এসপি

ওই মহিলা বর্তমানে জেলার এক সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাঁদের বিরুদ্ধে তফসিলি জাতি ও উপজাতি নৃশংসতা আইনে মামলা রুজু করা হয়েছে ৷ কিন্তু, কেন এই হামলা ? আক্রান্ত মহিলা পুলিশকে দেওয়া বয়ানে জানিয়েছেন, তাঁর ভাই অভিযুক্ত দম্পতির বোনের সঙ্গে প্রেম করতেন ৷ গত মার্চ মাসে তাঁরা পালিয়ে গিয়ে বিয়ে করেন ৷ তারপর থেকেই ওই মহিলা এবং তাঁর মা-বাবাকে হুমকি দিতে শুরু করে অভিযুক্ত দম্পতি ৷

মহিলা অভিযোগ করেছেন, তাঁরা দলিত হওয়ার কারণেই হুমকি দেওয়া হয় ৷ তাঁদের মেয়েকে দ্রুত ফিরিয়ে না-দিলে পুরো পরিবারকে প্রাণে মারার হুমকি দিয়েছিল ওই দম্পতি ৷ যার পরে তাঁরা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ৷ সেই সময় অভিযুক্ত দম্পতিকে গ্রেফতারও করে পুলিশ ৷ তাঁদের বিরুদ্ধে তফশিলি জাতি ও উপজাতি আইনে মামলা দায়ের হয়েছিল ৷ কিন্তু, কেবল হুমকির ঘটনা হওয়ায় জামিন পেয়ে যান দম্পতি ৷ আর তার পরেই গত পরশু মধ্যরাতে তাঁরা মহিলার উপর অমানবিক অত্যাচার চালায় ৷ এই ঘটনা অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রকাশম জেলার পুলিশ সুপার ৷

ABOUT THE AUTHOR

...view details