পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Gujarat CM : গুজরাতের মসনদে এবার কে ?

কেন্দ্রীয় মন্ত্রী এবং গুজরাতের বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক নরেন্দ্র সিং তোমর (Narendra Singh Tomar) এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘ (Tarun Chugh) আগামী মুখ্যমন্ত্রী পদে প্রার্থী চূড়ান্ত করতে রবিবার গুজরাত পৌঁছেছেন ৷ বিজেপি বিধায়কদের সঙ্গে তাঁরা এনিয়ে বৈঠকেও বসেছেন ৷ তবে তার আগেই ইটিভি ভারতের তালিকায় রয়েছেন এমন পাঁচজন সম্ভাব্য প্রার্থী, যাঁরা বিজয় রুপানিকে স্থানান্তরিত করতে পারেন ৷

গুজরাতের মসদনে এবার কে ?
গুজরাতের মসদনে এবার কে ?

By

Published : Sep 12, 2021, 1:43 PM IST

Updated : Sep 12, 2021, 1:51 PM IST

আমেদাবাদ, 12 সেপ্টেম্বর : কে হবেন গুজরাতের পরবর্তী মুখ্যমন্ত্রী ? রাজ্যের জন্য এখন এই প্রশ্ন-ই লাখ টাকার ৷ জল্পনাও শোনা যাচ্ছে নানা প্রকার ৷ রবিবারই নরেন্দ্র সিং তোমর (Narendra Singh Tomar) এবং তরুণ চুঘ (Tarun Chugh) গুজরাত পৌঁছেছেন ৷ গুজরাতের বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এনিয়ে বৈঠকেও বসেছেন দলীয় বিধায়কদের সঙ্গে ৷ ঘোষণা হবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ৷ তবে তার আগেই বিজয় রুপানির পরবর্তী যোগ্য পাঁচ সম্ভাব্য প্রার্থীর তালিকা তৈরি করল ইটিভি ভারত ৷ দেখে নিন তাঁরা কারা...

গোর্ধন জ়াদাফিয়া (Gordhan Zadafia)

গোর্ধন জ়াদাফিয়া (67) বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য এবং রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেলের (Keshubhai Patel) ঘনিষ্ট বলে পরিচিত ৷ পার্টি এবং তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছিল ৷ তারপর তিনি মহা গুজরাত জনতা পার্টি চালু করেন এবং পরে কেশুভাই প্যাটেলের গুজরাট পরিবর্তন পার্টিতে যোগ দেন । পরে আবার তিনি বিজেপিতে ফিরে আসেন । বর্তমানে তিনি গুজরাত বিজেপির সহ-সভাপতি । জ়াদাফিয়া ভাবনগর জেলার থাসাভিলেজের একজন লাউভা পতিদার (Leuva Patidar) । পাশাপাশি তিনি একজন অভিজ্ঞ রাজনীতিক, তিনি 2002 সালের গুজরাত দাঙ্গার সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন ।

নিতিন প্যাটেল (Nitin Patel)

নিতিন প্যাটেল (65) বিজেপির একজন প্রবীণ কদভ পতিদার (Kadva Patidar) নেতা, যাঁর শিকড় রয়েছে মেহসানা জেলায় । বর্তমানে তিনি রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী । 1995 সালে ক্যাবিনেট মন্ত্রী হন ৷ তারপর থেকে অর্থ ও স্বাস্থ্য-সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন । 2016 সালে যখন আনন্দীবেন প্যাটেলর পরবর্তী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তাঁর নাম উঠে আসে ৷

মনসুখ মান্ডব্য (Mansukh Mandaviya)

ভাবনগর জেলার হানল গ্রামের কৃষক পরিবারের জন্মগ্রহণ করা মনসুখ মান্ডব্য (49) লাউভা প্যাটেল গোষ্ঠীর একটি শক্তিশালী উপ-জাতির সদস্য ৷ 2012 সালে রাজ্যসভায় নির্বাচিত হন তিনি । 2016 সালে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদে প্রতিমন্ত্রী হিসাবে অন্তর্ভুক্ত হন । জুলাইয়ে ক্যাবিনেট মন্ত্রীপদে উন্নীত হয়েছেন ৷ স্বাস্থ্যের দায়িত্ব সামলাচ্ছেন ৷ ৷ 1992 সালে এবিভিপিতে যোগদান এবং 2002 সালে প্রথম বিধানসভা নির্বাচনে জয়লাভের পর থেকে রাজনৈতিক কেরিয়ারে দ্রুত অগ্রগতি অর্জন করেছেন মান্ডব্য ।

প্রফুল খোদাভাই প্যাটেল (Praful Khodabhai Patel)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খুব ঘনিষ্ঠ বলে বিবেচিত মেহসানা জেলার উমতা গ্রামের প্রফুল খোদাভাই প্যাটেল (63) । মোদির মুখ্যমন্ত্রিত্বেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন । নির্বাচনে এখনও পর্যন্ত তাঁর একমাত্র সাফল্য আসে 2007 সালে । তখন তিনি বিজেপি প্রার্থী হিসাবে হিম্মতনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ।

সিআর পাটিল (CR Paatil)

সিআর পাটিল (66) নবসারি থেকে তিনবার সাংসদ পদে নির্বাচিত হয়েছেন ৷ পরে জুলাইতেই বিজেপির রাজ্য সভাপতি নিযুক্ত হন । রাজ্য সভাপতি হিসাবে তিনি বিধানসভা নির্বাচনে 182টি আসনের লক্ষ্যে দলীয় সংগঠনে বেশ কিছু পরিবর্তন এনেছেন । মহারাষ্ট্রের জলগাঁয়ের বাসিন্দা পাটিল রাজনীতিতে যোগ দেওয়ার আগে গুজরাত পুলিশে চাকরি করেছেন ।

আরও পড়ুন : Prashant Kishor : পিকেকে দলে নেওয়া নিয়ে দ্বিধাবিভক্ত কংগ্রেস

Last Updated : Sep 12, 2021, 1:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details