পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Himanta over Sharukh: 'শাহরুখ খান কে ? পাঠান কী জানি না !', দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার - পাঠান কী জানি না

পাঠান নামটা জানে না, এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল ৷ বিশেষত শাহরুখ-দীপিকা অভিনীত 'বেশরম রং' গানটি নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হওয়ার পর ৷ এর মধ্যে চাঞ্চল্যকর দাবি করে বসলেন অসমের মুখ্যমন্ত্রী (Himanta Biswa Sarma over Pathan Film) ।

Sharukh Khan
শাহরুখ খান

By

Published : Jan 22, 2023, 7:13 AM IST

Updated : Jan 22, 2023, 8:10 AM IST

গুয়াহাটি, 22 জানুয়ারি: "শাহরুখ খান কে ?", প্রশ্ন করলেন অসমের মুখ্যমন্ত্রী ৷ শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত এবং সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand) পরিচালিত 'পাঠান' সিনেমাটি মুক্তি পাবে 25 জানুয়ারি ৷ ইতিমধ্যে সিনেমার 'বেশরম' গানটি নিয়ে দেশজুড়ে বিতর্কের আগুন জ্বলছে ৷ সিনেমাহলে মুক্তির আগেই আরও বেশি করে আলোয় এসেছেন কিং খান আর তাঁর 'পাঠান' (Himanta Biswa Sarma comments over Shahrukh Khan) ৷ এর মাঝে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সাংবাদিকদের কাছে দাবি করলেন, "আমি শাহরুখ অথবা পাঠান, কারও সম্পর্কেই কিছু জানি না ৷"

'বেশরম রং' গানটি (Pathan Besharam Rang song) মুক্তি পাওয়ার পরে এ নিয়ে মাঠে নামেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম সিং ৷ দীপিকা পাড়ুকোন ও শাহরুখ অভিনীত গানটিতে দীপিকার পোশাকের রং গেরুয়া, যা বিজেপির প্রতীকের রং ৷ গানে এই রঙের পোশাকে অভিনেত্রীর দৃশ্যায়ন অনেকের অপমানজনক বলে মনে হয়েছে ৷ ৷ একাধিক বিজেপি নেতা, বিশ্ব হিন্দু পরিষদ সিনেমাটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ৷ এছাড়া গানটিতে নায়ক-নায়িকার বিভিন্ন দৃশ্য অশ্লীল বলে উল্লেখ করেছিলেন মধ্যপ্রদেশের মন্ত্রী ৷

আরও পড়ুন: 'পাঠান' ছবির পোস্টার ছিঁড়ে বিক্ষোভ বজরং দলের

মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে বিজেপি শাসিত দুই রাজ্যে এই সিনেমাটি প্রদর্শন বন্ধ করার সম্ভাবনা রয়েছে ৷ জানুয়ারি মাসের প্রথম দিকে বজরং দল গুজরাতের আমেদাবাদে একটি সিনেমাহলে পাঠানের পোস্টার ছিড়ে ফেলে ধুন্ধুমার কাণ্ড বাধায় ৷ 20 জানুয়ারি, শুক্রবার অসমের নরেঙ্গির একটি সিনেমাহলে বজরং দলের সদস্যরা পাঠানের (Pathaan Poster Vandalisation) পোস্টার ছিড়ে, পুড়িয়ে তাণ্ডব চালিয়েছে ৷ তাদের দাবি, অসমে 'পাঠান' দেখানো হবে না ৷

এই তুলকালাম কাণ্ড নিয়ে সাংবাদিকরা হিমন্ত বিশ্বশর্মাকে প্রশ্ন করে বসেন ৷ তাতেই পালটা প্রশ্ন, শাহরুখ খান কে ? পরে অবশ্য তিনি বলেন, "খান তো আমায় ডাকেনি ৷ যদিও এই সমস্যা নিয়ে বলিউডের অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছেন ৷ তিনি যদি যোগাযোগ করেন , আমি এই ব্যাপারটা খতিয়ে দেখব ৷" একটি মামলা রুজু করা হয়েছে ৷ আইন ও শৃঙ্খলা ভঙ্গ হয়ে থাকলে, তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী ৷ এদিকে 16-17 জানুয়ারি, দু'দিন বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi over Film Controversy) দলীয় কর্মী-সমর্থক-নেতাদের সিনেমা নিয়ে অপ্রয়োজনীয় মন্তব্য না করতে নির্দেশ দেন ৷

এরপর সাংবাদিকরা বিশ্বশর্মাকে বলেন শাহরুখ খান একজন বলিউড সুপারস্টার ৷ এর উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, "অসমবাসীর হিন্দি সিনেমা নয়, অসমিয়া সিনেমা নিয়ে আগ্রহ থাকা উচিত" ৷ এ প্রসঙ্গে নিপন গোস্বামী পরিচালিত প্রথম সিনেমা 'ডঃ বেজবরুয়া, পার্ট 2'-এর উল্লেখ করে তিনি বলেন, "খুব শিগগিরি সিনেমাটি মুক্তি পাবে ৷ মানুষের সেটি দেখা উচিত ৷"

আরও পড়ুন: 'সিনেমা নিয়ে অপ্রয়োজনীয় মন্তব্য নয়', বিজেপির নেতা-কর্মীদের বার্তা মোদির

Last Updated : Jan 22, 2023, 8:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details