পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Narendra Modi : আপনি কবে ভারতের রাষ্ট্রপতি হবেন, মোদিকে প্রশ্ন ছোট্ট অনিশার - আপনি কবে ভারতের রাষ্ট্রপতি হবেন

দশ বছরের অনিশা পাটিল৷ মহারাষ্ট্রের এই খুদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে চেয়ে ই-মেল করেছিলেন ৷ বৃহস্পতিবার তার সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হয় ৷

when-will-you-become-the-president-of-india-asks-10-yr-old-to-pm-modi
Nrendra Modi : আপনি কবে ভারতের রাষ্ট্রপতি হবেন, মোদিকে প্রশ্ন ছোট্ট অনিশার

By

Published : Aug 13, 2021, 12:35 PM IST

Updated : Aug 13, 2021, 1:15 PM IST

আহমেদনগর (মহারাষ্ট্র), 13 অগস্ট : নরেন্দ্র মোদি (Narendra Modi) ভারতের সবচেয়ে বেশি সময়ের অকংগ্রেসী প্রধানমন্ত্রী (Prime Minister) ৷ 2024 সালে তাঁকে সামনে রেখেই ভোটের ময়দানে নামবে ভারতীয় জনতা পার্টি (BJP) ৷ জিতলে তিনিই হবেন প্রধানমন্ত্রী ৷ এই নিয়ে কারও মধ্যে কোনও দ্বিমত নেই ৷ কিন্তু তিনি ভারতের রাষ্ট্রপতি (President of India) কবে হবেন ?

আরও পড়ুন :Bihar : রাখি পূর্ণিমার উপহার, পটনায় একদিনের জন্য বিনামূল্যে সরকারি বাসে চড়ার সুযোগ মহিলাদের

এমনই এক প্রশ্নের মুখোমুখি হতে হল নরেন্দ্র মোদিকে ৷ যার উত্তর স্বাভাবিকভাবেই নেই তাঁর কাছে ৷ কিন্তু প্রশ্নটি যে করেছে, তার বয়স মাত্র 10 ৷ তাই ওই একরত্তির পক্ষে জানা সম্ভবই নয় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হওয়ার জন্য কী ধরনের রাজনৈতিক বাধ্যবাধকতার প্রয়োজন হয় ৷ সেই কারণেই ছোট্ট অনিশা পাটিলের (Anisha Patil) প্রশ্ন শুনে হেসে ফেলেন প্রধানমন্ত্রী ৷

পাটিল পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মহারাষ্ট্রের বাসিন্দা অনিশার গল্প সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ কারণ, মাত্র 10 বছর বয়সেই সে নরেন্দ্র মোদির ভক্ত হয়ে উঠেছে ৷ তাই তার খুব ইচ্ছা ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে একবার সাক্ষাৎ করার ৷ নিজের ইচ্ছের কথা সে তার বাবাকেও জানিয়েছিল ৷ কিন্তু প্রধানমন্ত্রীর ব্যস্ততার কথা ভেবে তার বাবা ড. সুজয় ভিকে পাটিল ব্যাপারটা এড়িয়ে যান ৷

আরও পড়ুন :Narendra Modi : ঝুঁকি নিন, বেসরকারি ক্ষেত্র ছাড়া আত্মনির্ভর ভারত তৈরি সম্ভব নয় : প্রধানমন্ত্রী

যদিও সুজয় বিজেপি নেতা ৷ মহারাষ্ট্রের আহমেদনগর লোকসভা আসনের সাংসদ ৷ তাঁর বাবা রাধাকৃষ্ণ ভিকে পাটিলও মহারাষ্ট্রে বর্ষীয়ান বিজেপি নেতা ৷ তার পরও তিনি প্রধানমন্ত্রীর কাছে নিজের মেয়েকে নিয়ে যেতে দ্বিধাগ্রস্ত ছিলেন ৷ কিন্তু মেয়েও নাছোড়বান্দা ৷ তাই বাবার অলক্ষ্যে বাবার ল্যাপটপ থেকে ই-মেল পাঠিয়ে দেন প্রধানমন্ত্রীকে ৷ মোদি পালটা উত্তরে অনিশাকে ‘দৌড়ে চলে’ আসার পরামর্শ দেন ৷

ফলে বৃহস্পতিবার অনিশা হাজির হয়েছিল প্রধানমন্ত্রীর কাছে ৷ কিছুক্ষণ তাঁদের মধ্যে কথাও হয় ৷ মোদির কাছে সেই সময়ই ছোট্ট অনিশা জানতে চায়, ‘‘আপনি গুজরাতের, তাই আপনি কবে ভারতের রাষ্ট্রপতি হবেন ?’’ এমন প্রশ্ন শুনে প্রধানমন্ত্রী চমকে যান ৷ তার পর তিনি হাসতে শুরু করেন ৷ সেখানে উপস্থিত বাকিরাও হাসতে শুরু করেন ৷

আরও পড়ুন :Vaccination Certificate : এখন থেকে হোয়াটসঅ্যাপেই পাবেন টিকাকরণের শংসাপত্র, জানুন কীভাবে

Last Updated : Aug 13, 2021, 1:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details