নয়া দিল্লি, 25 মে : হোয়াটসঅ্যাপের নয়া আপডেটে প্রাইভেসি পলিসি (ব্যক্তির গোপনীয়তা রক্ষার নীতি) অটুট থাকবে ৷ কেন্দ্রকে জানাল মেসেজ অ্যাপ কোম্পনিটি ৷
এদিন হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র জানান, "আমরা ভারত সরকারের চিঠির উত্তর দিয়েছি ৷ গ্রাহকের গোপনীয়তার অধিকারকে সবসময় আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই ৷ ফলে হোয়াটসঅ্যাপের সাম্প্রতিক আপডেটেড অ্যাপে প্রাইভেসি পলিসি আগের মতোই অটুট থাকবে ৷ এর সঙ্গে কেউ বাণিজ্যিক কারণেও যাতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারে, সেটুকুই যোগ করা হয়েছে আপডেটেড ভার্সন অ্যাপে ৷"