নয়াদিল্লি, 3 ডিসেম্বর: জাতীয় স্বাস্থ্য মিশন বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির বিধানগুলি মেনে চলেনি পশ্চিমবঙ্গ সরকার ৷ এমনই দাবি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ৷ বিভিন্ন সংবাদমাধ্যমে খবর হয়েছে যে, বাংলায় স্বাস্থ্য সংক্রান্ত অর্থ পাঠানো বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার । এরই মাঝে এ প্রসঙ্গে রাজ্যের বিরুদ্ধে পালটা অভিযোগে সরব হল কেন্দ্র ৷
গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লিখেছিলেন ৷ জাতীয় স্বাস্থ্য মিশনের (এনএইচএম) অধীনে তহবিলের বকেয়া অর্থ পাঠানোর বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছিলেন মমতা । রাজ্য সরকার ব্র্যান্ডিং নির্দেশিকা মেনে চলতে অস্বীকার করেছিল ৷ এর পরই এই প্রকল্পের টাকা আটকে রাখে কেন্দ্র ৷
আয়ুষ্মান ভারত-স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রগুলির জন্য ব্র্যান্ডিং নির্দেশিকা 2018 সালের মে মাসে জারি করা হয়েছিল । তবে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আজ অভিযোগ করেছে যে, আয়ুষ্মান ভারতের স্বাস্থ ও সুস্থতা কেন্দ্রগুলির নাম স্থানীয় ভাষায় সুস্বাস্থ্য কেন্দ্র রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ আর পশ্চিমবঙ্গে এই ধরনের কেন্দ্রগুলির বিল্ডিংয়ের রং নীল-সাদা করা হয়েছে ৷ মিডিয়া রিলিজে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক লিখেছেন, "এবি-এইচডব্লিউসি-এর শিরোনামটি আঞ্চলিক ভাষায় 'সুস্বাস্থ্য কেন্দ্র' এবং ইংরেজিতে 'স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র' হিসাবে লেখা হয়েছে ৷"
জাতীয় স্বাস্থ্য মিশনের বাস্তবায়নের জন্য কেন্দ্র এবং পশ্চিমবঙ্গের মধ্যে স্বাক্ষরিত মউয়ের বিধান অনুসারে, স্বাস্থ্য মন্ত্রকের মিডিয়া রিলিজে বলা হয়েছে, রাজ্য নিশ্চিত করবে যে, মিশনের অধীনে পরিকল্পিত প্রোগ্রাম/ক্রিয়াকলাপগুলি তার কাঠামো অনুযায়ী বাস্তবায়ন করা হয়েছে ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আরও উল্লেখ করেছে যে, ব্র্যান্ডিং নির্দেশিকা মেনে চলার বিষয়ে আলোচনা করতে সমস্ত রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে বহু সভা অনুষ্ঠিত হয়েছে ৷ স্বাস্থ্যমন্ত্রকের কথায়, "এই বিষয়ে পশ্চিমবঙ্গেও বেশ কিছু নির্দেশিকা পাঠানো হয়েছে ৷"
স্বাস্থ্য কেন্দ্রগুলির মূল্যায়নের জন্য পরিদর্শনের সময় পর্যবেক্ষণ অনুসারে, স্বাস্থ্যমন্ত্রক দাবি করেছে যে রাজ্য গ্রামীণ এবং শহুরে উভয় ক্ষেত্রেই ব্র্যান্ডিং প্রয়োজনীয়তাগুলি মেনে চলেনি । মন্ত্রক আরও বলেছে, "সম্প্রতি 8 নভেম্বর 2023-এ অনুষ্ঠিত এনএইচএম-এর অধীনে পশ্চিমবঙ্গের কর্মসূচি বাস্তবায়ন পরিকল্পনা রাজ্যের বিবেচনার জন্য অনুষ্ঠিত জাতীয় প্রোগ্রাম সমন্বয় কমিটির সভায় ব্র্যান্ডিং নির্দেশিকাগুলি মেনে না চলার বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছিল ৷" স্বাস্থ্য মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে, পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যারা 2022 সালের নে মাসে গুজরাতে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণে কেন্দ্রীয় কাউন্সিলের 14তম সভায় কোনও প্রতিনিধি পাঠায়নি ।
2023 সালের জুলাই মাসে উত্তরাখণ্ডে অনুষ্ঠিত পঞ্চদশ সভাতেও কোনও শীর্ষ স্তরের অংশগ্রহণ ছিল না বলে অভিযোগ কেন্দ্রের ।
একটি কেন্দ্রীয় সরকারের কর্মসূচি ভিক্ষিত ভারত সংকল্প যাত্রাতেও বাংলা অংশগ্রহণ করেনি; এটি আংশিকভাবে আয়ুষ্মান ভব প্রচারের অংশ ছিল এবং এটি প্রচারের অধীনে কোনও স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করেনি । স্বাস্থ্য মন্ত্রক মিডিয়া রিলিজে এই অভিযোগ এনেছে রাজ্যের বিরুদ্ধে ৷ (সংবাদসংস্থা এএনআই)
আরও পড়ুন:
- 'রংয়ের শর্ত তুলে নিয়ে রাজ্যকে জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা দিন', মোদিকে চিঠি মমতার
- 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশের প্রত্যেক নাগরিক পছন্দ করেন', রাজস্থান নির্বাচনে বললেন রাজ্যবর্ধন
- এবার মোদি সুনামির অপেক্ষায় বাংলা, বিধানসভা ভোটে বিজেপি'র সাফল্যে হুংকার শুভেন্দুর