দিল্লি, 9 নভেম্বর : কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রী হর্ষ বর্ধনের সঙ্গে COVID-19 সংক্রান্ত বৈঠকে যোগ দিলেন না পশ্চিমবঙ্গের স্বাস্থ্য়মন্ত্রী ও মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ সম্প্রতি কমপক্ষে 9টি রাজ্য়ে শেষ কয়েকদিনে কোরোনা আক্রান্তের সংখ্য়া অনেকটাই বেড়েছে ৷ সেই কারণে স্বাস্থ্য়মন্ত্রকের তরফে বিশেষ বৈঠক ডাকা হয়েছিল ৷ যেখানে অন্য়ান্য় সব রাজ্য়ের মন্ত্রী ও প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন ৷ হরিয়ানা ও হিমাচলপ্রদেশের স্বাস্থ্য়মন্ত্রী বৈঠকে থাকতে পারেননি ৷ তাঁদের বদলে বৈঠকে যোগ দেন স্বাস্থ্য় সচিবরা ৷
এই বৈঠকের প্রধান ইশুই ছিল, কীভাবে ন’টি রাজ্য়ের কোরোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণে রাখা যায় ৷ বিশেষ করে হাসপাতালে ভর্তি হওয়ার 24 ঘণ্টার মধ্য়ে মৃত্য়ুর হার কয়েকটি রাজ্য়ে অনেক বেশি ৷ যা নিয়ন্ত্রণ করতে গুরুত্ব দেওয়া হয়েছে এই বৈঠকে ৷ সামনেই শীত আসছে এবং লম্বা উৎসবের মরশুম চলছে ৷ এই পরিস্থিতিতে কোরোনা সংক্রমণের হার বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানান ড. বর্ধন ৷