নয়াদিল্লি, 10 মার্চ:মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের সময় হিন্দু ৷ তৃণমূল নেত্রীকে এই ভাষাতেই আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ৷ ভোটের প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সংস্কৃত মন্ত্রোচ্চারণ ও চণ্ডীপাঠকে কটাক্ষ করে এ কথা বলেন তিনি ৷ এর আগে, নন্দীগ্রামে মমতার প্রতিপক্ষ বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীও তৃণমূল নেত্রীর বিরুদ্ধে একই তোপ দেগেছিলেন ৷
মঙ্গলবার তাঁর আসন নন্দীগ্রামে প্রচার শুরু করে একটি জনসভায় সংস্কৃত মন্ত্রোচ্চারণ ও চণ্ডীপাঠ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনিও একজন হিন্দু - এ কথা বলার পাশাপাশি বিজেপিকে সাম্প্রদায়িক তাস না-খেলার কথা বলেন মমতা ৷ নিজের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করেন তিনি ৷
যদিও তাঁর মন্ত্রোচ্চারণকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি ৷ তাদের দাবি, ভোটের চাপে পড়েই এ সব করতে বাধ্য হচ্ছেন তৃণমূল নেত্রী ৷ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, "বাহ রে, আজ দিদিও চণ্ডীপাঠ করছেন ৷ এই ভোট আপনাকে দিয়ে আর কত কিছুই না করাবে ৷"
ভোটের আগে নার্ভাস হয়েই তৃণমূল নেত্রী এ সব করছেন বলে তোপ দেগে গিরিরাজ বলেন, "তিনি মন্দিরে যাবেন, নাকি মসজিদে যাবেন, সেটা বুঝেই উঠতে পারছেন না ৷"