নয়াদিল্লি, 14 এপ্রিল : সিবিএসই পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য় ও ক্লাস টেনের পরীক্ষা বাতিল করার জন্য় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্য়বাদ জানালো কংগ্রেস ৷ আজ কংগ্রেসের তরফে মোদিকে উদ্দেশ্য় করে একটি টুইট করা হয় ৷ সেখানে লেখা হয়েছে, খুব ভালো কাজ করেছেন মোদিজি ৷
কয়েকদিন আগে পরীক্ষা বাতিল করা নিয়ে টুইটে আবেদন করেছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধি ৷ দুটি টুইটেরই বিষয়বস্তু ছিল একই ৷ করোনায় আক্রান্তের সংখ্য়া বাড়ছে ৷ এই অবস্থায় পরীক্ষা নিয়ে পরিস্থিতি খুব খারাপ হবে ৷ আক্রান্ত হবে স্কুল পড়ুয়ারা ৷ এই কথা জানিয়ে কেন্দ্রীয় সরকার ও মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়ালের কাছে আবেদন জানান বোর্ড পরীক্ষা যেন বন্ধ রাখা হয় ৷ টুইট করে ওই আবেদন জানানো হয় ৷
আরও পড়ুন-কোভিড পরিস্থিতিতে বোর্ড পরীক্ষা বন্ধ রাখার আবেদন প্রিয়াঙ্কার
এদিকে আজ কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে ক্লাস টেনের বোর্ড পরীক্ষা সম্পূর্ণ বাতিল এবং সিবিএসই পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে ৷ রাহুল ও প্রিয়ঙ্কার টুইটের জন্য়ই কেন্দ্রীয় সরকার ওই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে কংগ্রেস নেতৃত্ব ৷ আর সেকারণে প্রধানমন্ত্রীকে ধন্য়বাদ জানিয়েছে কংগ্রেস ৷
ধন্য়বাদ জ্ঞাপন টুইটে কংগ্রেস লিখেছে, "রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধির উপদেশ শুনে দারুন কাজ করেছেন মোদিজি ৷ সাধারণ মানুষের উন্নতির জন্য় একসঙ্গে কাজ করা আমাদের গণতান্ত্রিক অধিকার ৷ এটা দেখে ভালো লাগছে যে ইগো ত্য়াগ করে জাতির কথা ভেবেছে কংগ্রেস ৷ "
আজকের বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং ৷ জানা গেছে আজকের ওই বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়েছেন, পড়ুয়াদের ভালো রাখা আমাদের সরকারের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ ৷ আর তারপরেই ক্লাস টেনের পরীক্ষা বাতিল ও সিবিএসই-র পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷