কলকাতা, 27 অক্টোবর : আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । আজও উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আগামী 24 ঘণ্টায় উপকূলের দুই জেলা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি ও কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । তবে বৃষ্টি হলেও হালকা শীতের আমেজ বজায় থাকবে রাজ্যে । সকালে ও রাতে সামান্য কুয়াশা লক্ষ্য করা যাবে কোথাও কোথাও ।
এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে । আগামীকাল সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে । সেইসঙ্গে নিম্নচাপ অক্ষরেখাটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে । এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে দক্ষিণবঙ্গে । এই জলীয় বাষ্প থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি এবং তার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে ।
ফলে আগামী দুদিন তাপমাত্রার বিশেষ তারতম্য ঘটবে না । আগামী 48 ঘণ্টায় তাপমাত্রা মোটামুটি স্বাভাবিকের কাছাকাছি থাকবে । তবে শুক্রবারের পর থেকে তাপমাত্রার পারদ কিছুটা কমবে । বৃষ্টিপাতের প্রভাব কেটে গেলে কলকাতায় শনিবার রাত থেকে রাতের তাপমাত্রা কমে 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসবে ।