নয়াদিল্লি, 13 মার্চ : বিমান যাত্রীদের জন্য় নয়া নির্দেশিকা জারি করল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক বা ডিজিসিএ ৷ নতুন নির্দেশ না মানলে কড়া ব্য়বস্থা নেওয়া হবে ৷ বিমান থেকে নামিয়েও দেওয়া হতে পারে যাত্রীদের ৷ ডিজিসিএ জানিয়েছে, অনেক বিমান যাত্রীই সঠিকভাবে মাস্ক পরছেন না ৷ অনেকের নাকের নিচে অথবা থুতনির নিচে থাকছে মাস্ক ৷ এদিকে যত দিন যাচ্ছে করোনা আক্রান্তের সংখ্য়া বাড়ছে ৷ মুম্বই, পুনেসহ বেশ কয়েক জায়গার পরিস্থিতি উদ্বেগজনক ৷ সেকারণেই ডিসিজিএর কড়া পদক্ষেপ ৷
আজকের প্রকাশ করা গাইডলাইনে ডিজিসিএ বলেছে, বিশেষ কারণ ছাড়া কোনও বিমানযাত্রী মাস্ক নাকের বা থুতনির নিচে রাখতে পারবেন না ৷ পুরো বিষয়টি নজরদারির জন্য় প্রতি বিমানবন্দরে একজন করে নিরাপত্তা আধিকারিক থাকবেন ৷ যদি কেউ নির্দেশ না মানেন তাঁর বিরুদ্ধে ব্য়বস্থা নেবে ডিসিজিএ ৷ তাঁকে তৎক্ষণাৎ বিমান থেকে নামিয়ে দেওয়া হতে পারে ৷