জয়পুর, 13 ফেব্রুয়ারি: এবার ট্র্যাক্টর মিছিলে সামিল হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷ মাথায় লাল-সবুজ পাগড়ি বেঁধে নিজেই বসলেন চালকের আসনে৷ তাঁর একপাশে তখন রাজস্থানের মুখ্য়মন্ত্রী অশোক গেহলট এবং অন্য়পাশে রাজস্থান কংগ্রেসের প্রধান গোবিন্দ সিং দোতাসারা৷ রাহুল গান্ধিকে দেখতে ভিড় উপচে পড়ল আজমেঢ়ের সভায়৷
শনিবারের কর্মসূচিতে ফের একবার কৃষিকাজকে দেশের সবথেকে বড় ব্য়বসা বলে উল্লেখ করেন রাহুল৷ বলেন, ‘‘দেশের সবথেকে বড় ব্য়বসা, কৃষির ব্য়বসা৷ 40 লাখ কোটির ব্য়বসা৷ দেশের 40 শতাংশ মানুষই এর উপর নির্ভরশীল৷’’
কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের সমালোচনা করতে গিয়ে এদিন আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন রাহুল৷ তাঁর অভিযোগ, ভারতের সামগ্রিক কৃষিব্য়বস্থাকে নিজের দুই বন্ধুর হাতে তুলে দিতে চাইছেন মোদিজি৷ তাতে হাতে গোনা কয়েকটি বড় কর্পোরেট সংস্থার লাভ হলেও বিপাকে পড়বেন ছোট ও প্রান্তিক কৃষকরা৷