পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Assembly Elections 2023: ত্রিপুরা ও নাগাল্যান্ড দখলে রাখল বিজেপি, মেঘালয়ে সরকার গঠনে গেরুয়া শিবিরের দ্বারস্থ সাংমা - Assembly Elections 2023

মেঘালয়ে বিধানসভায় প্রথমবার লড়ে 5টি আসনে জয়লাভ তৃণমূলের ৷ উত্তর-পূর্বের বাকি দুই রাজ্যে যদিও প্রত্যাশামতো মসনদ দখলে রাখল ভারতীয় জনতা পার্টি ৷ 60 আসনের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপি জিতল 33 আসনে ৷ অন্যদিকে নাগাল্যান্ডেও 38টি আসন জিতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় ক্ষমতায় আসছে বিজেপি ৷

Vote Counting
মেঘালয়ে ভোটগণনা

By

Published : Mar 2, 2023, 8:27 AM IST

Updated : Mar 2, 2023, 10:58 PM IST

হায়দরাবাদ, 2 মার্চ:বুথ ফেরৎ সমীক্ষা সত্যি করে বিধানসভা নির্বাচনে ত্রিশঙ্কু মেঘালয় ৷ উত্তর-পূর্বের রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে ব্যর্থ কোনও পক্ষ ৷ জাদু সংখ্যা (31) থেকে চারধাপ দূরেই থামল ন্যাশনাল পিপলস পার্টি ৷ ফের সরকার গঠন করতে তাই বিজেপির সাহায্য চাইলেন বিদায়ী মুখ্যমন্ত্রী কনরাড সাংমা ৷ অসমের মুখ্যমন্ত্রী টুইট করে সন্ধেয় জানান, মেঘালয়ে সরকার গড়তে ইতিমধ্যেই সাহায্য চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছেন সাংমা ৷ এমনকী কোনও কোনও সূত্র দাবি করছে, ফের মসনদে আসীন হতে সব দলের সঙ্গেই আলোচনা শুরু করেছেন তিনি ৷

অর্থাৎ, 60 আসনের মেঘালয়ে 27টি আসন জিতে সাংমা মন দিয়েছেন ভোট-পরবর্তী জোটে ৷ উল্লেখ্য, বিজেপি-র হাত ধরে গত নির্বাচনের পর সরকার গড়লেও তেইশের নির্বাচনের আগে পদ্মশিবিরের সঙ্গে জোট ভাঙে ৷ এখন দেখার কোন পথে এগোয় মেঘালয়ে সরকার ৷ তবে এরইমধ্যে উল্লেখযোগ্য, প্রথমবার লড়ে সেখানে তৃণমূলের 5টি আসনে জয়লাভ ৷ উত্তর-পূর্বের বাকি দুই রাজ্যে যদিও প্রত্যাশামতো জয়লাভ করে মসনদ দখলে রাখল ভারতীয় জনতা পার্টি ৷ 60 আসনের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপি জিতল 33 আসনে ৷ অন্যদিকে নাগাল্যান্ডেও 38টি আসন জিতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় ক্ষমতায় আসছে বিজেপি ৷

এদিন সকাল 8টা থেকে উত্তর-পূর্বের তিনটি রাজ্য- ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের ভোটের গণনা আরম্ভ হয়ে ৷ দুপুরের মধ্যেই চিত্রটা পরিষ্কার হতে থাকে ৷ উত্তর-পূর্বের এই তিন রাজ্য এমনিতেই সংবেদনশীল বলে পরিচিত ৷ তাই বৃহস্পতিবার ভোটগণনার দিনে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভোটগণনাকেন্দ্রগুলিকে ৷ এই প্রথমবার তিনটি রাজ্যের 60ট বিধানসভা কেন্দ্রের প্রতিটির জন্য একজন করে 'কাউন্টিং অবজারভার' (Counting Observer) নিয়োগ করেছিল নির্বাচন কমিশন ৷ এই পর্যবেক্ষকেরা দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা আইএএস আধিকারিক বলে জানা গিয়েছে ৷

ত্রিপুরার 60টি আসনের গণনা হয় 21টি কেন্দ্রে ৷ 16 ফেব্রুয়ারি বিজেপি শাসিত রাজ্যটিতে ভোট হয়েছে ৷ রাজ্যজুড়ে ত্রিপুরা পুলিশ, ত্রিপুরা স্টেট রাইফেলস তো ছিলই, সঙ্গে ছিল 100 সিএপিএফ (Central Armed Police Forces, CAPF) ৷

জাতীয় স্তরের রাজনীতিতে এই প্রথম বার ত্রিপুরা-মেঘালয়ে নির্বাচনে লড়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৷ ত্রিপুরায় সিপিএম-কংগ্রেস জোট, বিজেপি-আইপিএফটি (Indigenous People's Front of Tripura, IPFT), শাসকদল বিজেপি এবং আঞ্চলিক দল তিপরা মোথা প্রতিদ্বন্দ্বিতা করছে ৷ 2018 সালে দু'দশকেরও বেশি সময় ধরে চলা বাম জমানার অবসান ঘটিয়ে রেকর্ড ভোটে জয়ী হয় বিজেপি ৷ মসনদে বসেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ৷ পরে অবশ্য মুখ্যমন্ত্রী বদল হয়ে ডাঃ মানিক সাহা দায়িত্ব নেন ৷ রাজনৈতিক মহলের অনুমান, তেইশের নির্বাচনেও ত্রিপুরার মসনদে রেকর্ড ভোটে জয়ী হয়ে ফিরবে গেরুয়াবাহিনী ৷

আরও পড়ুন: তখতের লড়াই ! কার দখলে ত্রিপুরা-মেঘালয়-নাগাল্যান্ড ? গণনা শুরু একটু পরেই

মেঘালয়ের পূর্বে পশ্চিম গারো খাসি পার্বত্য় অঞ্চলে (Eastern West Khasi Hills district by the District Magistrate) 144 ধারা জারি করেছেন ডিএম ৷ এখানে মুকুল সাংমার নেতৃত্বে লড়ছে তৃণমূল কংগ্রেস ৷ দু'দুবার নির্বাচনী সফরে এসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সূর্যোদয়ের এই শহরে তৃণমূল কংগ্রেসই একমাত্র বিকল্প বলে দাবি করেছেন তিনি এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এখানে 27 ফেব্রুয়ারি 60টি আসনে ভোট হলেও ৷ 1টি আসনে গতকাল ফের ভোট গ্রহণ হয় ৷

Last Updated : Mar 2, 2023, 10:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details