হায়দরাবাদ, 2 মার্চ:বুথ ফেরৎ সমীক্ষা সত্যি করে বিধানসভা নির্বাচনে ত্রিশঙ্কু মেঘালয় ৷ উত্তর-পূর্বের রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে ব্যর্থ কোনও পক্ষ ৷ জাদু সংখ্যা (31) থেকে চারধাপ দূরেই থামল ন্যাশনাল পিপলস পার্টি ৷ ফের সরকার গঠন করতে তাই বিজেপির সাহায্য চাইলেন বিদায়ী মুখ্যমন্ত্রী কনরাড সাংমা ৷ অসমের মুখ্যমন্ত্রী টুইট করে সন্ধেয় জানান, মেঘালয়ে সরকার গড়তে ইতিমধ্যেই সাহায্য চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছেন সাংমা ৷ এমনকী কোনও কোনও সূত্র দাবি করছে, ফের মসনদে আসীন হতে সব দলের সঙ্গেই আলোচনা শুরু করেছেন তিনি ৷
অর্থাৎ, 60 আসনের মেঘালয়ে 27টি আসন জিতে সাংমা মন দিয়েছেন ভোট-পরবর্তী জোটে ৷ উল্লেখ্য, বিজেপি-র হাত ধরে গত নির্বাচনের পর সরকার গড়লেও তেইশের নির্বাচনের আগে পদ্মশিবিরের সঙ্গে জোট ভাঙে ৷ এখন দেখার কোন পথে এগোয় মেঘালয়ে সরকার ৷ তবে এরইমধ্যে উল্লেখযোগ্য, প্রথমবার লড়ে সেখানে তৃণমূলের 5টি আসনে জয়লাভ ৷ উত্তর-পূর্বের বাকি দুই রাজ্যে যদিও প্রত্যাশামতো জয়লাভ করে মসনদ দখলে রাখল ভারতীয় জনতা পার্টি ৷ 60 আসনের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপি জিতল 33 আসনে ৷ অন্যদিকে নাগাল্যান্ডেও 38টি আসন জিতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় ক্ষমতায় আসছে বিজেপি ৷
এদিন সকাল 8টা থেকে উত্তর-পূর্বের তিনটি রাজ্য- ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের ভোটের গণনা আরম্ভ হয়ে ৷ দুপুরের মধ্যেই চিত্রটা পরিষ্কার হতে থাকে ৷ উত্তর-পূর্বের এই তিন রাজ্য এমনিতেই সংবেদনশীল বলে পরিচিত ৷ তাই বৃহস্পতিবার ভোটগণনার দিনে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভোটগণনাকেন্দ্রগুলিকে ৷ এই প্রথমবার তিনটি রাজ্যের 60ট বিধানসভা কেন্দ্রের প্রতিটির জন্য একজন করে 'কাউন্টিং অবজারভার' (Counting Observer) নিয়োগ করেছিল নির্বাচন কমিশন ৷ এই পর্যবেক্ষকেরা দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা আইএএস আধিকারিক বলে জানা গিয়েছে ৷