হাভেরি (কর্ণাটক), 11 মার্চ: জমি বিবাদ (Land Dispute) মিটিয়ে দেওয়ার জন্য ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ৷ কর্ণাটকের সাভানুর পৌরসভায় (Savanur Municipality) এই ঘটনাটি ঘটেছে ৷ বিষয়টি সামনে আসে যখন ওই কৃষক নিজের ষাঁড়কে নিয়ে সরাসরি পৌরসভার কার্যালয়ে আসেন (Farmer Offers his Ox as Bribe) ৷
জানা গিয়েছে, ওই কৃষকের নাম ইয়াল্লাপা রনোজি ৷ তাঁর কাছ থেকেই ঘুষ হিসেবে টাকা চাওয়া হয়েছিল সরকারি আধিকারিকদের তরফে ৷ কিন্তু অর্থের সংস্থান করতে না পেরে তিনি নিজের পালিত ষাঁড়টিকে নিয়ে হাজির পৌরভবনে ৷ ঘুষ হিসেবে সেটাই দিতে চান ৷ আধিকারিকদের তিনি বলেন, "স্যর, আপনি যত টাকা চেয়েছেন, আমার কাছে তেমন টাকা নেই । তার বদলে একটি বলদ নিন ৷"
আর তাতেই হইচই পড়ে ৷ পুরো বিষয়টি সকলের নজরে আসে ৷ ওই পৌরসভা কর্ণাটকের হাভেরি জেলায় অবস্থিত ৷ সেখানে ষাঁড় নিয়ে কাউকে পৌরভবনে ঢুকে পড়তে দেখে, সেখানে অন্য কাজে যাঁরা এসেছিলেন, তাঁরা দাঁড়িয়ে পড়েন ৷ অনেকে দাঁড়িয়ে মজা দেখতে থাকেন ৷ আর এই পরিস্থিতি রীতিমতো বিব্রতজনক পরিস্থিতি পড়ে যান ওই পৌরভবনের আধিকারিকরা ৷