পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rare Operation on Tortoise: উপর থেকে নীচে পড়ে খোলসে চিড়, জটিল অস্ত্রোপচারে বাঁচল 'টোটো' ! - আলিগড়

একরত্তি একটি কচ্ছপের নাম টোটো ! তাকে বাঁচাতে জটিল অস্ত্রোপচার করতে হল আলিগড়ের (Aligarh) পশু চিকিৎসককে (Veterinary Doctor performs Rare Operation on Tortoise) ! ঠিক কী ঘটেছিল ?

Veterinary Doctor performs Rare Operation on Tortoise in Aligarh
অস্ত্রোপচারের পর

By

Published : Mar 3, 2023, 6:25 PM IST

আলিগড়, 3 মার্চ:জটিল অস্ত্রোপচারে বাঁচল ছোট্ট কচ্ছপের প্রাণ (Veterinary Doctor performs Rare Operation on Tortoise) ! সৌজন্য়ে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আলিগড়ের (Aligarh) এক পশু চিকিৎসক ৷ নতুন জীবন ফিরে পাওয়া এই কচ্ছপটির নাম টোটো ! বয়স মাত্র 3 বছর ৷ তাকে নিয়ে খেলায় মেতেছিল একটি কুকুর ৷ সারমেয়র লাথি খেয়ে অনেকটা উঁচু থেকে নীচে পরে গিয়েছিল সে ৷ প্রাণ বাঁচাতে নিজের নরম শরীর কুঁকড়ে শক্ত খোলের মধ্যে ঢুকিয়ে নিয়েছিল ৷ কিন্তু, তাতেও শেষরক্ষা হয়নি ৷ উঁচু থেকে নিচুতে পড়ে যাওয়ায় তার সেই প্রাকৃতিক বর্মে বড়সড় চিড় ধরে ! সেখান থেকে খোলের বাকি অংশটি আলাদা হয়ে যাওয়ার উপক্রম হয় ! কিন্তু, তার আগেই অস্ত্রোপচার করে টোটোকে বাঁচিয়ে দেন ওই পশু চিকিৎসক ৷

টোটো কিন্তু কোনও অনাথ কচ্ছপ নয় ৷ সে একজনের পোষ্য ৷ তার খোলে চিড় ধরায় বেজায় চিন্তায় পড়েন ওই ব্যক্তি ৷ টোটোকে নিয়ে পৌঁছে যান স্থানীয় পশু হাসপাতালে ৷ চিকিৎসক দেখেন, শক্তপোক্ত খোলসে চিড় ধরায় টোটোর যে শুধুমাত্র হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে, তাই নয় ৷ খোলসের ভিতর অংশে লাগাতার রক্তপাতও হচ্ছে ৷

আরও পড়ুন:স্ত্রী'র সোশাল মিডিয়ায় পোস্টে বিপদে স্বামী! গ্রেফতার বন দফতরের হাতে

টোটোকে ভালো করে পরীক্ষা করেন ডা. বিরাম বার্শেনি ৷ বিভিন্ন প্রাণীর দেহে সফল অস্ত্রোপচারের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর ৷ যদিও এর আগে কখনও কোনও কচ্ছপের অস্ত্রোপচার করেননি তিনি ৷ ডা. বার্শেনি জানিয়েছেন, টোটোর খোলস যেভাবে চিড় খেয়েছিল, সেটি একটি বিরল পরিস্থিতি ৷ সাধারণত এমন ঘটনা ঘটে না ৷ টোটো ভালো মতোই আহত হয়েছিল ৷ তাই তাকে সারিয়ে তুলতে বাড়তি যত্ন ও বিশেষ চিকিৎসার প্রয়োজন ছিল ৷ ডা. বার্শেনি ব্রেসেস টেকনিকের মাধ্যমে এই ছোট্ট কচ্ছপটির খোলসের সমস্যা মেটান ৷ ঠিক যেভাবে মানুষের এবড়ো-খেবড়ো দাঁতের সারিকে সঠিক করতে ব্রেসেস ব্যবহার করা হয়, টোটোর ক্ষতিগ্রস্ত খোলসটিকে সঠিক জায়গায় রাখতেও একই পদ্ধতি অবলম্বন করা হয়েছে ৷ অস্ত্রোপচারের পর ভালো আছে টোটো ৷ পোষ্য়ের স্বাস্থ্যের উন্নতি দেখে খুশি তার মালিক সুধীরও ৷ তবে, এবার থেকে টোটোকে আরও চোখে চোখে রাখতে হবে তাঁকে ৷

ABOUT THE AUTHOR

...view details