বারাণসী, 16 মে : বারাণসীর জ্ঞানবাপী মসজিদ চত্বর সিল করে দেওয়ার নির্দেশ দিল সেখানকার সিভিল কোর্ট (Varanasi court orders sealing area of Gyanvapi masjid) ৷ আদালতে আবেদনকারী হিন্দু পক্ষের আইনজীবী দীপক সিং সোমবার দাবি করেছেন, মসজিদ চত্বরে একটি 3 ফুট উঁচু শিবলিঙ্গ পাওয়া গিয়েছে ৷ সেটির যাতে কোনও ক্ষতি না হয় সেকারণেই এই নির্দেশ দিয়েছে আদালত ৷ এই আইনজীবীর আরও দাবি, মসজিদ কর্তৃপক্ষের তরফে ওই অংশটিকে ঝর্নার অংশ বলে দাবি করা হয়েছিল ৷
এদিনের নির্দেশে আদালত বলেছে, যে অংশে ওই শিবলিঙ্গ পাওয়া গিয়েছে তা সিল করে দিতে হবে, কেউ যাতে সেখানে যেতে না পারে তা নিশ্চিত করতে হবে জেলাশাসককে ৷ এখানকার নিরাপত্তার জন্য জেলাশাসক, পুলিশ কমিশনার, পুলিশ কমিশনারেট ও সিআরপিএফকে প্রয়োজনী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত ৷