চিতোরগড়, 2 অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিতোরগড় সফরের ঠিক আগে বন্দে ভারত এক্সপ্রেসকে দুর্ঘটনার কবলে ফেলার ষড়যন্ত্র ! একদল দুষ্কৃতী রাজস্থানের চিতোরগড় জেলায় বন্দে ভারত এক্সপ্রেসকে লাইনচ্যুত করার ছক কষেছিল বলে প্রাথমিক অনুমান রেলপুলিশের ৷ সেই প্রচেষ্টায় দুষ্কৃতীরা রেললাইনের উপর পাথর ও রড ফেলে রাখে বলে মনে করা হচ্ছে ৷ তবে চালকের সতর্কতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে ট্রেনটি রক্ষা পেয়েছে ৷ তড়িঘড়ি থামিয়ে দেওয়া হয় বন্দে ভারত এক্সপ্রেস ৷
উদয়পুর থেকে জয়পুর পর্যন্ত বন্দে ভারত ট্রেনটি আজ রাজস্থানের চিতোরগড় জেলায় থামিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা ৷ ট্র্যাকে কিছু পাথর ও রড পড়ে থাকতে দেখে ট্রেন থামিয়ে দেন লোকো পাইলট ৷ উত্তর পশ্চিম রেলওয়ের প্রধান জনসংযোগ আধিকারিক ক্যাপ্টেন শশিকিরণের মতে, লোকো পাইলটের সতর্কতার কারণেই দুর্ঘটনাটি এড়ানো গিয়েছে এবং এর বিভাগীয় তদন্ত চলছে ।
রেল একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, "ট্রেন নং 20979 উদয়পুর-জয়পুর বন্দে ভারত গঙ্গার-সোনিয়ানা সেকশনে কেএম নং 158/18, 158/19-তে থামে । ট্র্যাকের উপর কিছু বড় বড় পাথর ও এক ফুট দৈর্ঘ্যের দুটি রড থাকায় ট্রেনটি থামিয়ে দেওয়া হয় । ঘটনাটি এপিএফ/পোস্ট/ভিলওয়ারায় ঘটে, প্রায় সকাল 9:55-তে । ওই এলাকা চিতোরগড় জেলার এসএইচও/গঙ্গাররের অধীনে পড়ে ৷"