দেরাদুন, 25 অক্টোবর : উত্তরাখণ্ডে লাগাতার বৃষ্টি এবং ধসের জেরে মৃতের সংখ্যা বেড়ে হল 72 জন ৷ উত্তরাখণ্ড প্রশাসনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, এখনও 4 জন নিখোঁজ রয়েছেন ৷ 17 থেকে 19 অক্টোবরের মধ্যে হওয়া প্রাকৃতিক বিপর্যয়ের জেরে মোট 26 জন আহত হয়েছেন বলে উত্তরাখণ্ড প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷
প্রসঙ্গত, উত্তরাখণ্ড সহ উত্তর ভারকের বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের জেরে ধস নামে ৷ যার জেরে বহু বাড়িঘর ধসে গিয়েছে এবং লাগাতার বৃষ্টিতে প্লাবিত হয়ে যায় উত্তরাখণ্ড ৷ ফলে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে পাহাড়ী ওই রাজ্যে ৷ বহু মানুষের প্রাণহানি হয়েছে এবং অনেকেই নিখোঁজ হয়ে গিয়েছেন ৷ বহু পর্যটক ধস এবং বন্যার কারণে উত্তরাখণ্ডের পাহাড়ী অঞ্চলে আটকে পড়েছেন ৷ তাঁদের উদ্ধারের কাজ চালাচ্ছে উত্তরাখণ্ড প্রশাসন ৷ সরকারিভাবে এখনও পর্যন্ত 224টি বাড়ির ক্ষতি হয়েছে বলে তথ্য পাওয়া গেছে ৷