নয়াদিল্লি, 4 মার্চ: জি20 সম্মেলনে বিদেশমন্ত্রীদের বৈঠকে ভারতে এসেছেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন (US Secretary of State Anthony Blinken) ৷ এদিন বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার আগে দিল্লিতে অটো-রিক্সায় চড়লেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট ৷ সেই ছবি ও ভিডিয়ো টুইট করেছে ভারতের মার্কিন দূতাবাস ৷ সেখানে মজা করে লেখা, "কে বলেছে অফিসিয়াল সফর সবসময় বিরক্তিকর হতেই হবে ?" তাঁর সঙ্গে সেই অটো-রিক্সা সফরে যোগ দিয়েছিলেন (Anthony Blinken Goes on Auto Cruise in Style) মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত এবং অন্যান্য কর্মীরাও ৷
অ্যান্টনি ব্লিঙ্কেন নিজেও একাধিক ছবি তাঁর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন ৷ সেখানে দেখা গিয়েছে বিদেশমন্ত্রীদের চতুর্দেশীয় বৈঠকের পর, তিনি অটো-রিক্সায় চড়ছেন ৷ সেই ভিডিয়ো এবং ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ৷ মার্কিন দূতাবাসের শেয়ার করা পোস্টে বলা হয়েছে, "কে বলেছে অফিসিয়াল সফর সবসময় বিরক্তিকর হতেই হবে ? দেখুন সেক্রেটারি অফ স্টেট ব্লিঙ্কেন স্টাইলের সঙ্গে ভারতে মার্কিন দূতাবাসের স্থানীয় কর্মীদের সঙ্গে অটো-রাইডে বেরিয়েছেন ৷ কাছ থেকে দেখে নিন আমাদের বিখ্যাত অটো গ্যাং এবং তাঁদের সিগনেচার ‘অটোকেড’ ৷ কি অসাধারণ এন্ট্রি !"