পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

US Secretary of State in G20 Summit: জি20 সম্মেলনে অটো-রিক্সা সফরে মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন

অটো-রিক্সায় চড়ে জি20 সম্মেলনে (G20 Summit) বিদেশমন্ত্রীদের চতুর্দেশীয় বৈঠকে যোগ দিতে গেলেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন ৷ দিল্লিতে তাঁর সেই অটো-রিক্সা সফরের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷

G20 Summit ETV BHARAT
G20 Summit

By

Published : Mar 4, 2023, 12:18 PM IST

Updated : Mar 4, 2023, 4:53 PM IST

অটো রিক্সা সফরে মার্কিন সেক্রেটারি অফ স্টেট

নয়াদিল্লি, 4 মার্চ: জি20 সম্মেলনে বিদেশমন্ত্রীদের বৈঠকে ভারতে এসেছেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন (US Secretary of State Anthony Blinken) ৷ এদিন বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার আগে দিল্লিতে অটো-রিক্সায় চড়লেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট ৷ সেই ছবি ও ভিডিয়ো টুইট করেছে ভারতের মার্কিন দূতাবাস ৷ সেখানে মজা করে লেখা, "কে বলেছে অফিসিয়াল সফর সবসময় বিরক্তিকর হতেই হবে ?" তাঁর সঙ্গে সেই অটো-রিক্সা সফরে যোগ দিয়েছিলেন (Anthony Blinken Goes on Auto Cruise in Style) মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত এবং অন্যান্য কর্মীরাও ৷

অ্যান্টনি ব্লিঙ্কেন নিজেও একাধিক ছবি তাঁর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন ৷ সেখানে দেখা গিয়েছে বিদেশমন্ত্রীদের চতুর্দেশীয় বৈঠকের পর, তিনি অটো-রিক্সায় চড়ছেন ৷ সেই ভিডিয়ো এবং ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ৷ মার্কিন দূতাবাসের শেয়ার করা পোস্টে বলা হয়েছে, "কে বলেছে অফিসিয়াল সফর সবসময় বিরক্তিকর হতেই হবে ? দেখুন সেক্রেটারি অফ স্টেট ব্লিঙ্কেন স্টাইলের সঙ্গে ভারতে মার্কিন দূতাবাসের স্থানীয় কর্মীদের সঙ্গে অটো-রাইডে বেরিয়েছেন ৷ কাছ থেকে দেখে নিন আমাদের বিখ্যাত অটো গ্যাং এবং তাঁদের সিগনেচার ‘অটোকেড’ ৷ কি অসাধারণ এন্ট্রি !"

পাশাপাশি, দিল্লিতে অবতরণের পরেও একটি টুইট করেছেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট ৷ সেখানে তিনি লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে বন্ধুত্বকে আরও দৃঢ় করতে এই সফর তাঁর ৷ আর সেই উদ্দেশ্য ফলপ্রসূ হবে বলেও আশা প্রকাশ করেছেন অ্যান্টনি ব্লিঙ্কেন ৷

আরও পড়ুন:নাতু নাতু'তে সহকর্মীদের সঙ্গে নাচলেন কোরিয়ার রাষ্ট্রদূত, প্রশংসা মোদির

আরও একটি টুইটে ব্লিঙ্কেন লিখেছেন, "আমার সফর দুই দেশের মধ্যে বন্ধুত্ব এবং ইন্দো-প্যাসিফিক সুরক্ষার জন্য আমাদের দৃঢ় প্রতিজ্ঞাকে প্রতিফলিত করবে ৷ ভারতের নেতৃত্ব এবং তাদের আতিথেয়তার জন্য ধন্যবাদ ৷ সেই সঙ্গে জি20-তে ভারতের সভাপতিত্বে বড় এই উদ্যোগের অংশীদার হতে মার্কিন যুক্তরাষ্ট্রও প্রস্তুত ৷’’

Last Updated : Mar 4, 2023, 4:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details