পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Death in Train: ট্রেনের কামরায় গলা এফোঁড়-ওফোঁড় হয়ে ঢুকল শাবল, মৃত যাত্রী - গলায় ঢুকল শাবল

আলিগড়ে ট্রেনে সফররত এক যাত্রীর গলা এফোঁড়-ওফোঁড় করে লোহার শাবল ঢুকে যাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে (Death in Train)। নীলাঞ্চল এক্সপ্রেসে সুলতানপুর যাচ্ছিলেন 35 বছর বয়সি হরিকেশ (Iron rod pierced through neck of train passenger)।

UP iron-rod-pierced-through-neck-of-train-passenger-in-aligarh
ট্রেনের কামরায় ঘাড়ে এফোঁড়-ওফোঁড় হয়ে ঢুকল শাবল, মৃত যাত্রী

By

Published : Dec 2, 2022, 8:07 PM IST

আলিগড়, 2 ডিসেম্বর: ট্রেনের জেনারেল কামরায় সফর করার সময় মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের (Death in Train)৷ সিটের পেছন দিক থেকে একটি লোহার শাবল তাঁর গলা দিয়ে এফোঁড়-ওফোঁড় হয়ে বেরিয়ে আসে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ৷ উত্তরপ্রদেশের আলিগড়ে এই ঘটনা ঘটেছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

জানা গিয়েছে, নীলাঞ্চল এক্সপ্রেসের জেনারেল কামরায় চড়ে সুলতানপুর যাচ্ছিলেন 35 বছর বয়সি হরিকেশ ৷ ট্রেনের সিটেই বসে থাকার সময় পেছন দিক থেকে একটি লোহার শাবল তাঁর ঘাড়ের একপাশ দিয়ে ঢুকে গলা দিয়ে বেরিয়ে যায় ৷ পাঁচ ফিট লম্বা ও দেড় ইঞ্চি মোটা শাবলটি এফোঁড়-ওফোঁড় করে দেয় তাঁর গলা (Iron rod pierced through neck of train passenger)৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় (Youth died in train in Aligarh)৷

জানা গিয়েছে, রেলওয়ে ট্র্যাকে চলমান মেরামতের সময় চলন্ত ট্রেনের যাত্রীকে গিয়ে আঘাত করে ওই লোহার রড । আরপিএফ-এর আধিকারিক কেপি সিং জানান যে, নীলাঞ্চল এক্সপ্রেস শুক্রবার আলিগড় স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছয় সকাল 9:30 নাগাদ । তখনই খবর আসে জেনারেল কোচে এক যাত্রী আহত হয়েছেন ৷ খবর পেয়ে আরপিএফ ও জিআরপি-সহ রেলের আধিকারিকরা সেখানে পৌঁছন । ইঞ্জিনের পরের দ্বিতীয় কোচের 15 নম্বর আসনের যাত্রীর গলা এফোঁড়-ওফোঁড় করে দিয়েছে ওই লোহার শাবল ৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ।

আরও পড়ুন:পায়ে এফোঁড় ওফোঁড় হয়ে ঢুকেছে রড, কাটোয়ায় জটিল অস্ত্রোপচারে বাঁচল কিশোর

মৃতদেহটি জিআরপি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । কীভাবে এমন ঘটনা ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি ৷ এই ঘটনায় রেলের যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে ৷

ABOUT THE AUTHOR

...view details