দিল্লি, 11 ডিসেম্বর : কেন্দ্রের তিনটি নয়া কৃষি আইনের বিরোধিতা করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ভারতীয় কিষান সংগঠন (ভানু) । শীর্ষ আদালতে কৃষকরা জানিয়েছেন, নয়া কৃষি আইনের কারণে লোভী পুঁজিপতিদের সামনে দুর্বল হয়ে পড়বেন তাঁরা । কৃষকরা মূল যে তিনটি আইনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন সেগুলি হল- ফারমার্স এগ্রিমেন্ট অন প্রাইস অ্য়াসুরেন্স অ্য়ান্ড ফার্ম সার্ভিস অ্য়াক্ট 2020, ফারমার্স প্রোডিউস ট্রেড অ্য়ান্ড কমার্স অ্য়াক্ট 2020 এবং এসেনশিয়াল কমোডিটিস (সংশোধনী) অ্য়াক্ট 2020 ।
ভারতীয় কিষান সংগঠন (ভানু) কৃষি আইনের বিরুদ্ধে শীর্ষ আদালতে একাধিক আবেদন দাখিল করেছে । সেখানে আইনগুলিতে আদালতের হস্তক্ষেপের আবেদন করা হয়েছে । বলা হয়েছে, এই আইন কৃষিকে বাণিজ্য়িকীকরণ করে দেবে । আইনজীবী এপি সিংয়ের সাহায্য়ে কৃষকরা এই আবেদন শীর্ষ আদালতে করেছেন । তিনি জানান, এই আইন সম্পূর্ণভাবে কারও সঙ্গে আলোচনা না করেই পাশ করানো হয়েছে । এমনকী এই আইনে কৃষকদের আর্থিক দিকটিকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে । তিনি আরও জানিয়েছেন, একাধিক কৃষক সংগঠনের তরফে প্রতিনিধি সরকারের সঙ্গে কথা বলেছেন । তবে, সরকার তাঁদের সঙ্গে সমঝোতা করতে রাজি নয় ।